Published : 08 Sep 2025, 09:02 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর आसपासের এলাকায় আগামী তিন দিনের জন্য সকল প্রকার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন ও প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। এই আদেশ অনুযায়ী, আজ রাত ৮টা থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে এবং ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বহাল থাকবে।
ডিএমপি কমিশনারের আদেশে আরও বলা হয়েছে যে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)–এর ২৮ (১) ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচন উপলক্ষে আজ রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে।।
জাকসু নির্বাচনে নারী হলগুলোতে গড়ে ৬১% ভোট, রোকেয়া হলে সর্বোচ্চ ৭১%