Published : 11 Sep 2025, 07:03 PM
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২.৫ কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। গত সোমবার স্থানীয় জেলে মাসুম বিল্লাহর জালে এই মাছটি ওঠে। আজ বৃহস্পতিবার দুপুরে মাছটি কলাপাড়ার আলীপুর মৎস্যবন্দরের মনি ফিশ আড়তে আনা হয়। সেখানে নিলামের মাধ্যমে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।
কুয়াকাটার মাছ ব্যবসায়ী পি এম মূসা মাছটি নিলামে কিনে নেন। জেলে মাসুম বিল্লাহ জানান, ‘বঙ্গোপসাগরে জাল টানতেই অন্য মাছের সাথে এই বড় ইলিশটি ধরা পড়ে। বাজারে আনলে অনেকেই কিনতে চেয়েছিলেন। পরে নিলামে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেছি।
’ ক্রেতা পি এম মূসা বলেন, ‘এত বড় মাছ এই বাজারে এখন খুব কম পাওয়া যায়। মাছটি দেখেই আমি কিনে নিয়েছি। এটি গাজীপুরের এক আমেরিকাপ্রবাসীর বাসায় পাঠাব।’।
জাকসু নির্বাচনে নারী হলগুলোতে গড়ে ৬১% ভোট, রোকেয়া হলে সর্বোচ্চ ৭১%