Published : 11 Sep 2025, 10:04 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের গড়ে ভোট পড়ার হার ৬১ শতাংশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে ১০টি নারী হলে ৫ হাজার ৭৪১ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ৩ হাজার ৫৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে রোকেয়া হলে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং নবাব ফয়জুন্নেসা হলে সর্বনিম্ন ৪৯ শতাংশ ভোট পড়েছে। হল ভিত্তিক ভোটার উপস্থিতি: দীর্ঘ প্রতীক্ষিত জাকসু ও হল সংসদ নির্বাচন নানা অনিয়ম, ব্যালট পেপারে সিল দেওয়া এবং প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগের মধ্যে সন্ধ্যায় শেষ হয়।
বিকেল ৫টায় ভোটগ্রহণের সময় শেষ হওয়ার কথা থাকলেও কিছু হলে ভোট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। বিকেল সাড়ে ৫টার পর থেকে ব্যালট বাক্সগুলো জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছাতে শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে সারাদিন উত্তেজনা ছিল।
দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন সদস্য নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়াও বামপন্থী চারটি প্যানেল - সংশপ্তক পর্ষদ, সম্প্রীতির ঐক্য, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট - এবং ২০ জনের বেশি স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানান। অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ও অনিয়মের বেশ কিছু অভিযোগ তোলে।।
জুলাইয়ের জাতীয় সনদে সকল রাজনৈতিক দলের মত প্রতিফলিত হয়েছে: আলী রীয়াজ