Published : 11 Sep 2025, 03:05 PM
গাজীপুরে আনিসুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে তাঁর ভাগনে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা জানান, মাদক দ্রব্য সেবন করতে বাধা দেওয়ায় ওই তরুণ আনিসুরকে হত্যা করে পালিয়ে যায়। গতকাল বুধবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে আনিসুরের মৃত্যু হয়। নিহত আনিসুর রহমান জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন। অভিযুক্ত তরুণের নাম সৌরভ হাসান (১৮)। সে একই এলাকার বাসিন্দা মো. রোকনুজ্জামানের ছেলে ও আনিসুরের ভাগনে। ঘটনার পরপরই সৌরভ পালিয়ে যায়। পুলিশ, পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, আনিসুরের বোন ও ভগ্নিপতি মেয়ের চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে গেছেন।
তাঁরা তাঁদের ছেলে সৌরভকে মামা আনিসুরের বাড়িতে রেখে যান। সৌরভের মাদকাসক্তি জানতে পেরে আনিসুর তাকে মাদক দ্রব্য সেবন করতে বাধা দেন এবং শাসন করেন। এতে সৌরভের মনে ক্ষোভ সৃষ্টি হয়। গতকাল বিকেলে আনিসুর নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় সৌরভ ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে আনিসুরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার ভোরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, সৌরভ মাদকাসক্ত ছিল এবং উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করত। তার মামা আনিসুর তাকে এ বিষয়ে শাসন করতেন। এতে ক্ষিপ্ত হয়ে সে ঘুমন্ত অবস্থায় তার মামাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পরপরই অভিযুক্ত ভাগনে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।।
জাকসুতে বিভিন্ন অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করল ছাত্রদল