Published : 11 Sep 2025, 05:03 PM
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর পাবলিক হেলথ বিভাগ এবং স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার আইইউবিএটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য আবদুর রব এবং স্পৃহা বাংলাদেশের পক্ষে সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার অজয় কুমার বসু নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের অধীনে, আইইউবিএটির পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকরা স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন। একই সাথে জ্ঞান এবং দক্ষতা বিনিময়ের একটি নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
অনুষ্ঠানে আইইউবিএটির শিক্ষক মমতাজুর রহমান, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান শেখ নাজমুল হুদা, প্লেসমেন্ট ও অ্যালামনাই অফিসের পরিচালক এ কে এম শরফুদ্দীন, নার্সিং বিভাগের কো-অর্ডিনেটর শুভাশীষ দাস বালা এবং স্পৃহা বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজর ফারহা শারমিন, হেড অব গ্রোথ হালিমা সাদিয়াসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা, শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।।