Published : 05 Sep 2025, 11:04 AM
পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে একটি বিশাল সোনার খনি আবিষ্কৃত হয়েছে। আইভরি কোস্টের উত্তর-পূর্বাঞ্চলের ডোরোপো শহরে অবস্থিত এই নতুন খনিটিতে ১০০ টনের বেশি সোনা মজুত আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এই খনিটি পশ্চিম আফ্রিকায় সোনা উৎপাদনে আইভরি কোস্টের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ডোরোপো শহরে সোনার খনি থাকার সম্ভাবনা ব্যক্ত করছিলেন। নতুন আবিষ্কৃত এই খনির খনন কার্যক্রম ২০২৬ সালের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে।
আশা করা হচ্ছে, ২০২৮ সাল নাগাদ প্রথমবার সোনা উত্তোলন করা সম্ভব হবে। এই প্রকল্পে কয়েক শ কোটি ডলার বিনিয়োগ করা হবে বলে জানা গেছে। একটি খনির ক্ষেত্রে ১০০ টনের বেশি সোনার মজুত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আইভরি কোস্ট সরকার মনে করছে, এটি কোনো ছোটখাটো খনি নয়। ২০২৪ সালের একটি ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী, এই খনি থেকে আগামী ১০ বছরে প্রতি বছর গড়ে ১ লাখ ৬৭ হাজার আউন্স সোনা উৎপাদন করা সম্ভব।
এছাড়াও, উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম হবে। অস্ট্রেলিয়ার খনি সংস্থা রেসোলিউট মাইনিংয়ের প্রধান ক্রিস এগার জানিয়েছেন, খনির প্রথম ধাপের উৎপাদনে উল্লেখযোগ্য রাজস্ব আয় হবে এবং এটি আফ্রিকার দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। উৎস: আর্থ ডট কম।।