Published : 03 Sep 2025, 03:05 PM
ফেসবুক ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা সব ছবি গোপনে দেখছে বলে অভিযোগ উঠেছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে অভিযোগ, তারা গোপনে ফেসবুক অ্যাপের প্রাইভেসি সেটিংসে থাকা ‘ক্যামেরা রোল শেয়ারিং সাজেশনস’ অপশনটি চালু করে দেয়। অনেকে অভিযোগ করছেন, অনুমতি না দিয়েও তারা দেখছেন যে এই অপশনটি চালু রয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের তথ্য অনুযায়ী, ফেসবুক অ্যাপে হঠাৎ একটি নোটিশ দেখা যায় যেখানে ব্যবহারকারীদের ক্যামেরা রোলের সব ছবি দেখার অনুমতি চাওয়া হয়। এর মাধ্যমে মেটা এআই ছবিগুলো থেকে ‘ক্রিয়েটিভ আইডিয়া’ তৈরি করতে পারবে। এই অনুমতি দিলে মেটা এআই তাদের শর্ত অনুযায়ী ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি সংরক্ষণ ও ব্যবহার করার অধিকার পায়।
ফেসবুক অ্যাপের প্রাইভেসি সেটিংসে এই সংক্রান্ত দুটি টগল রয়েছে। একটি টগল চালু করলে ফেসবুক ব্যবহারকারীর ক্যামেরা রোল থেকে ছবি দেখার পরামর্শ দেয়, এবং অন্যটি চালু থাকলে মেটা এআই ছবি সম্পাদনা ও বাছাই করার সুযোগ পায়। মেটার বিরুদ্ধে অভিযোগ, অনেক ব্যবহারকারী কোনো নোটিশ না পেলেও এই সেটিংসগুলোর অন্তত একটি ডিফল্টভাবে চালু ছিল। অভিযোগের বিষয়ে মেটা জানিয়েছে, এই সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় এটি বন্ধ করতে পারবেন। প্রতিষ্ঠানটির দাবি, এআই সাজেশন কেবল ব্যবহারকারীর জন্যই দৃশ্যমান, ফলে ছবিগুলোর তথ্য অন্য কেউ জানতে পারে না। ব্যবহারকারী চাইলে সহজেই ক্যামেরা রোল শেয়ারিং সাজেশন সুবিধা বন্ধ করতে পারবেন।
এর জন্য প্রথমে ফেসবুক অ্যাপের ডান পাশে থাকা মেনু আইকন থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে যেতে হবে। এরপর স্ক্রল করে সেটিংস অপশনে ট্যাপ করে ‘প্রেফারেন্স’ অপশনটি খুঁজে বের করতে হবে। তারপর নিচে থাকা ‘ক্যামেরা রোল শেয়ারিং সাজেশন’ অপশনে ট্যাপ করে ‘গেট ক্যামেরা রোল সাজেশন হোয়েন ইউ আর ব্রাউজিং ফেসবুক’ অপশনটির পাশের টগলটি বন্ধ করতে হবে।সূত্র: ম্যাশেবল।