Published : 03 Sep 2025, 07:06 PM
বর্তমান ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তাই তরুণদের চাকরির বাজারে এগিয়ে রাখতে গ্রামীণফোন একাডেমি বিভিন্ন এআই টুল ব্যবহারের মাধ্যমে অনলাইনে এআই বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরার জিপি হাউসে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার উইথ এআই’ শীর্ষক কর্মশালা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক কাজী তাফসিরুল ইসলাম কর্মশালায় এআই কীভাবে তরুণদের ভবিষ্যৎ পেশাগত জীবনে সুযোগ তৈরি করতে পারে, তা তুলে ধরেন। গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ এবং এনভায়রনমেন্ট, সোশ্যাল ও গভর্ন্যান্স বিভাগের প্রধান ফারহানা ইসলামও বক্তব্য রাখেন। কর্মশালায় ২০টি বিশ্ববিদ্যালয়ের ৪৩০ জন শিক্ষার্থী অংশ নেন। কাজী তাফসিরুল ইসলাম বলেন, এআই এখন শুধু প্রযুক্তি খাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং স্বাস্থ্য ও শিক্ষা থেকে শুরু করে সৃজনশীল সকল পেশায় এর ব্যবহার বাড়ছে।
এআই প্রযুক্তির বিকাশ দ্রুত ঘটছে এবং শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছে। এআই ব্যবহার করে পড়াশোনা থেকে শুরু করে লিংকডইন ও ব্যক্তিগত পরিচিতি তৈরি করার সুযোগ রয়েছে। তাই গ্রামীণফোন একাডেমি শিক্ষার্থীদের জন্য অনলাইনে ‘ক্যারিয়ার উইথ এআই’ কোর্স চালু করেছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন এআই টুল ব্যবহার করে পেশাগত জীবনে উন্নতি করতে পারবে। কর্মশালায় অংশ নিয়ে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুর রহমান বলেন, ‘আমি এতদিন এআইকে শুধু একটি প্রযুক্তি হিসেবে জানতাম। এই কর্মশালা থেকে পেশা ও দক্ষতা বিকাশে এআইয়ের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম।’ গ্রামীণফোন একাডেমির প্রধান ফারহানা হোসেন বলেন, গ্রামীণফোন একাডেমি ভবিষ্যতের চ্যালেঞ্জ ও প্রযুক্তিগত বাস্তবতাকে গুরুত্ব দিয়ে এআই মিশন হাতে নিয়েছে।
এই মিশনের অংশ হিসেবে গ্রামীণফোন একাডেমি ১০ হাজার তরুণ শিক্ষার্থীকে ৬ মাসব্যাপী এআই বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেবে। এর ফলে তরুণেরা উচ্চশিক্ষা থেকে শুরু করে ফ্রিল্যান্সিং ও অন্যান্য পেশায় এআই ব্যবহার করতে পারবে। এআই শুধু একটি প্রযুক্তি নয়, এটি তরুণদের দক্ষতা বৃদ্ধি করতে ও নতুন কর্মক্ষেত্র তৈরি করতে সাহায্য করবে। কর্মশালায় শিক্ষার্থীদের চ্যাটজিপিটি বা জেমিনি ব্যবহার করে জীবনবৃত্তান্ত ও কনটেন্ট তৈরির পাশাপাশি তথ্য বিশ্লেষণ ও দৈনন্দিন জটিল সমস্যা সমাধানের কৌশলও শেখানো হয়।।