Published : 04 Sep 2025, 11:04 AM
টেকনো বাংলাদেশে ‘মেগাবুক টি১’ মডেলের ল্যাপটপ নিয়ে এসেছে। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে ইন্টেলের ১৩তম প্রজন্মের কোর আই৯ প্রসেসর, ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স কার্ড এবং ৩২ গিগাবাইট র্যাম, যা একসাথে অনেক কাজ করার সুবিধা দেয়। ল্যাপটপটির দাম ৮৯ হাজার ৯০০ টাকা। টেকনো গতকাল বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেগাবুক টি১ ল্যাপটপের স্টোরেজ ক্ষমতা ১ টেরাবাইট। ৭০ ওয়াটের ব্যাটারি থাকায় ল্যাপটপটি একটানা প্রায় সাড়ে ১৭ ঘণ্টা ব্যবহার করা যায়। ৩০০ নিটস ব্রাইটনেস থাকায় এই ল্যাপটপে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। টেকনো ভিওসি সাউন্ড সিস্টেম এবং এআই নয়েজ রিডাকশন প্রযুক্তির কারণে ল্যাপটপটি দিয়ে সহজে ভিডিও কল করা যায়।
৬৫ ওয়াটের জিএএন সুপার-ফাস্ট চার্জার দিয়ে খুব দ্রুত চার্জ করা যায়, ফলে চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। ডুয়েল টাইপ সি পোর্ট সহ এই ল্যাপটপে রয়েছে এইচডিএমআই ১.৪, ইউএসবি ৩.২ জেন ২, দুটি ইউএসবি ৩.২ জেন ১, ইউএসবি ২.০, আরজে ৪৫ ইথারনেট, টিএফ কার্ড স্লট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, রিসেট সুইচ এবং কেঞ্জিংটন লক।।