Published : 27 Aug 2025, 02:02 PM
অ্যাপল প্রতি বছর সেপ্টেম্বর মাসে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়ে থাকে। তাই নতুন মডেলের আইফোন কবে বাজারে আসছে—এই প্রশ্ন এখন প্রযুক্তি প্রেমীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অবশেষে প্রযুক্তি প্রেমীদের অপেক্ষার ইতি টেনে অ্যাপল জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর নতুন মডেলের আইফোন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। অ্যাপল ক্যালিফোর্নিয়ার তাদের সদর দপ্তরে ৯ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে নতুন মডেলের আইফোন উন্মোচন করা হবে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে দাওয়াত জানানো হলেও, বরাবরের মতো নতুন আইফোনের মডেল ও প্রযুক্তি সম্পর্কে কোনো তথ্য জানায়নি তারা। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, অনুষ্ঠানে নতুন আইফোন আসার পাশাপাশি অ্যাপল ওয়াচ, আইপ্যাড প্রো ও ভিশন প্রো-এর নতুন সংস্করণও দেখানো হতে পারে।
একই সাথে ডিভাইসগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনাও তুলে ধরা হবে। নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে প্রযুক্তি মহল এবং বিনিয়োগকারীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে এআই প্রযুক্তিতে বেশ অগ্রগতি লাভ করলেও অ্যাপল কিছুটা পিছিয়ে ছিল। তাই এবারের অনুষ্ঠানে কোম্পানির ওপর বাড়তি চাপ রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অ্যাপল অনুষ্ঠানে নতুন আইফোনের একটি পাতলা সংস্করণ নিয়ে আসতে পারে। ধারণা করা হচ্ছে, এটির নাম হতে পারে ‘আইফোন এয়ার’।
ব্লুমবার্গ জানিয়েছে, অনুষ্ঠানে নতুন এন্ট্রি-লেভেল ও হাই-এন্ড অ্যাপল ওয়াচ, উন্নত সংস্করণের আইপ্যাড প্রো এবং দ্রুতগতির ভিশন প্রো হেডসেটও উপস্থাপন করা হতে পারে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের চাপের মুখে অ্যাপল সম্প্রতি দেশটিতে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে। সংস্থাটি আগামী চার বছরে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনের একটি অংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। চীন ও ভারত থেকে আসা পণ্যের ওপর শুল্ক আরোপ করার কারণে অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে।সূত্র: রয়টার্স।