Published : 18 Aug 2025, 09:02 AM
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার জান জুক সৈকতে প্রায় ২ কোটি ৬০ লাখ বছরের পুরোনো একটি তিমির খুলির জীবাশ্ম খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া জাদুঘরের বিজ্ঞানীরা। তাদের দাবি, এটি জানজুসেটাস ডুলারডি প্রজাতির একটি তিমি। অলিগোসিন যুগের এই তিমিটি ছিল ছোট কিন্তু ভয়ংকর শিকারি। ম্যামলোডোন্টিড বংশের এই প্রজাতি প্রাচীন মহাসাগরে ঘুরে বেড়াত। লিনিয়ান সোসাইটির জুওলজিক্যাল সাময়িকীতে সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের তথ্যমতে, তিমিটির দৈর্ঘ্য ছিল প্রায় ৭ ফুট। আধুনিক বেলিন তিমির মতো নয়, জানজুসেটাসের ধারালো দাঁত ও বড় চোখ ছিল।
এটি মাছ ও স্কুইড শিকার করত। জীবাশ্মটি ভালোভাবে সংরক্ষিত ছিল, যার ফলে মাথার খুলি, কানের হাড় ও দাঁত অক্ষত রয়েছে। এই প্রজাতির তিমি স্থল-বাসকারী তিমির পূর্বপুরুষ এবং সম্পূর্ণরূপে জলজ তিমির মধ্যে সংযোগ স্থাপন করে। এটি প্রাগৈতিহাসিক সময়ে মহাসাগরের জীবনযাত্রা সম্পর্কে ধারণা দিতে পারে। ২০১৯ সালে রস ডুলার্ড নামের এক ব্যক্তি প্রথম এই জীবাশ্মের সন্ধান পান। প্রাচীন সামুদ্রিক পলিতে চাপা পড়েছিল এটি। এরপর বিজ্ঞানীরা এটি বিশ্লেষণ করেন।
ধারণা করা হচ্ছে, ২ কোটি ৬০ লাখ বছর আগে উষ্ণ ও উপ-ক্রান্তীয় সমুদ্রে এই প্রজাতি শক্তিশালী শিকারি হিসেবে বিচরণ করত। পূর্বে, তিমির স্থল স্তন্যপায়ী প্রাণী থেকে জলজ শিকারি হিসেবে অভিযোজিত হওয়ার ইতিহাস রয়েছে। তিমির জীবাশ্ম বিরল, এবং খুলির সংরক্ষণ কম হওয়ায় আদি পরিবেশ সম্পর্কে তথ্য পাওয়া কঠিন। জানজুসেটাস ডুলারডির জীবাশ্ম ভালোভাবে সংরক্ষিত থাকায় ভবিষ্যতে তিমি সম্পর্কে আরও অনেক তথ্য জানা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া।