Published : 26 Aug 2025, 06:02 PM
শাওমি দেশের বাজারে ৬.৯ ইঞ্চি পর্দার নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। ‘শাওমি রেডমি ১৫সি’ মডেলের এই স্মার্টফোনটিতে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় এটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়। শুধু তাই নয়, ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করাও সম্ভব। রিভার্স চার্জিং প্রযুক্তিনির্ভর এই স্মার্টফোনটি পাওয়ার ব্যাংকের মতো অন্য ডিভাইস চার্জ করতে সক্ষম। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শাওমি বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা অক্টাকোর প্রসেসরের মাধ্যমে পরিচালিত ফোনটিতে সংস্করণভেদে ৬ ও ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ রয়েছে। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দ্রুতগতির র্যাম থাকায় একাধিক কাজ সহজে ও দ্রুত করা যায়। সংস্করণভেদে ফোনটির মূল্য ১৪,৯৯৯ টাকা এবং ১৭,৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ফোনটি কালো, সবুজ ও নীল রঙে বাজারে পাওয়া যাচ্ছে এবং এর ১২০ হার্টজের রিফ্রেশ রেটের পর্দা উন্নত গ্রাফিক্সের গেম খেলার এবং ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতা ভালো করে। ফোনটির পেছনে এআই প্রযুক্তিনির্ভর দুটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
সেলফি তোলার জন্য সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা অন্ধকারেও ভালো মানের ছবি তুলতে সক্ষম। ফোনটিতে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় সহজে লক খোলা যায়। আইপি ৬৪ প্রযুক্তিনির্ভর ফোনটিতে পানি ও ধুলা-প্রতিরোধক সুবিধা রয়েছে, যা ভিজলে ক্ষতি হওয়া থেকে বাঁচায় এবং ধুলা জমতে দেয় না। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তির ডিসপ্লে সুবিধা সম্পন্ন এই স্মার্টফোনটি বিনোদন ভালোবাসেন এমন মানুষের দৈনন্দিন কাজের অভিজ্ঞতা আরও প্রাণবন্ত ও আনন্দদায়ক করে তুলবে।।