Published : 24 Aug 2025, 04:02 PM
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা স্টেম সেল ব্যবহার করে প্রথমবার মানুষের ত্বকের মতো কৃত্রিম ত্বক তৈরি করেছেন। গবেষণাগারে তৈরি এই কৃত্রিম ত্বকে রয়েছে রক্তনালি, লোমকূপ, স্নায়ু, টিস্যু স্তর এবং রোগ প্রতিরোধক কোষ। এটি ত্বক সংক্রান্ত রোগ, পোড়া এবং অন্যান্য বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আব্বাস শাফি জানান, এটি বিশ্বের সবচেয়ে জীবন্ত কৃত্রিম ত্বকের মডেল। এই নতুন ধরনের ত্বক ব্যবহার করে বাস্তব ত্বকের মতো জৈবিক প্রক্রিয়া অনুকরণ করা সম্ভব।
ফলে, এর মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা আরও ভালোভাবে করা যাবে। বিজ্ঞানীদের মতে, মানুষের ত্বকের কোষকে স্টেম সেলের মাধ্যমে কৃত্রিম ত্বক তৈরি করা হয়েছে। প্রথমে স্টেম সেলগুলোকে ল্যাবের পেট্রি ডিশে স্থাপন করে ত্বকের ক্ষুদ্র সংস্করণে রূপান্তর করা হয়, যা স্কিন অর্গানয়েড নামে পরিচিত। এরপর একই স্টেম সেল ব্যবহার করে ক্ষুদ্র রক্তনালি তৈরি করা হয় এবং ধীরে ধীরে এগুলোকে ত্বকের সাথে যুক্ত করা হয়। এর ফলে প্রাকৃতিক ত্বকের মতোই এটি বিকশিত হয়েছে।
এই কৃত্রিম ত্বকে ত্বকের স্তর, লোমকূপ, পিগমেন্টেশন, অ্যাপেন্ডেজ প্যাটার্নিং, স্নায়ু এবং নিজস্ব রক্ত সরবরাহের পথ তৈরি হয়েছে। এই মডেলটি তৈরি করতে বিজ্ঞানীদের প্রায় ছয় বছর সময় লেগেছে। নতুন মডেলটির বিষয়ে বিজ্ঞানী অধ্যাপক কিয়ারাশ খোসরোতেহরানি বলেন, সোরিয়াসিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস ও স্ক্লেরোডার্মার মতো ত্বকের রোগ এবং তাদের চিকিৎসা করা কঠিন। এই নতুন মডেলটি দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য আশার আলো দেখাতে পারে। সূত্র: এনডিটিভি।