Published : 09 Sep 2025, 12:03 AM
নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স ও ইনস্টাগ্রামসহ দুই ডজনের বেশি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার কারণে শুরু হওয়া বিক্ষোভে অন্তত ১৯ জন নিহত হওয়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। আজ সোমবার সন্ধ্যায় বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স ও ইনস্টাগ্রামসহ দুই ডজনের বেশি সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর রাস্তায় তরুণরা নেমে আসেন। এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।
বৈঠকে উপস্থিত এক মন্ত্রী জানান, আজ জেন জির বিক্ষোভে কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহারিতে ২ জন নিহত হয়েছেন। ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় নৈতিকতার কারণে পদত্যাগ করেছেন রমেশ লেখক। এর আগে, নেপালি কংগ্রেসের কর্মকর্তাদের বৈঠকে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা নৈতিক কারণে রমেশ লেখকের পদত্যাগ দাবি করেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই রমেশ লেখক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।।
সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী