Published : 11 Sep 2025, 06:05 AM
অ্যাপলের আইফোন ১৭ সিরিজ উন্মোচিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দফতরে 'ওয়ান্ডারল্যান্ড' নামের এক জমকালো অনুষ্ঠানে এটি ঘোষণা করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী টিম কুক। খবর এনডিটিভির। আইফোন ১৭ সিরিজে মোট চারটি মডেল বাজারে এনেছে অ্যাপল। মডেলগুলো হলো- আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার। সবচেয়ে বেশি নজর কেড়েছে আইফোন এয়ার। এটি আগের মডেলগুলোর তুলনায় সবচেয়ে স্লিম বা পাতলা। আইফোন ১৭ এয়ারের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার আবিদুর চৌধুরী।
তিনি নতুন এই মডেলকে 'ভবিষ্যতের একটি ঝলক' হিসেবে উল্লেখ করেছেন। আবিদুর চৌধুরী কে? বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আবিদুর চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত। তার জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে বসবাস করছেন এবং অ্যাপলে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করছেন। আবিদুর চৌধুরী নিজেকে এমন একজন মানুষ হিসেবে বর্ণনা করেন, যিনি সমস্যা সমাধানে এবং নতুন জিনিস শিখতে ভালোবাসেন। তিনি এমন পণ্য তৈরি করতে চান যেগুলো মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। আবিদুর চৌধুরী লন্ডনের লাফবোরো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ছাত্রজীবনে তিনি বহু সম্মানজনক পুরস্কার পেয়েছেন।
আবিদুর চৌধুরী ক্যামব্রিজ কনসালট্যান্টস ও কারভেন্টার-এর মতো প্রতিষ্ঠানে ইন্টার্ন করেছেন এবং লন্ডনে লেয়ার ডিজাইন প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করেছেন। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আবিদুর চৌধুরী ‘ডিজাইন আবিদুর’ নামে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। সেইসঙ্গে এই সময়ে তিনি বহু সংস্থা ও উদ্যোক্তা প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেন। ২০১৯ সালে আবিদুর চৌধুরী অ্যাপলে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে যোগদান করেন। গত ৬ বছর ধরে তিনি এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন।।
কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী