Published : 07 Sep 2025, 07:04 PM
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিঙ্গুর একসময় টাটার ন্যানো গাড়ি প্রকল্পের জন্য সারা দেশে পরিচিতি লাভ করেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কারণে ২০০৮ সালে প্রকল্পটি গুজরাটে সরিয়ে নেওয়া হয়, এরপর সিঙ্গুরের জমি অব্যবহৃত পড়ে ছিল। ১৭ বছর পর, পশ্চিমবঙ্গ সরকার আবার চার চাকার গাড়ি কারখানা তৈরির উদ্যোগ নিয়েছে। সিঙ্গুরে টাটার ন্যানো প্রকল্পের জন্য ২০০৬ সালে ৯৯৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল, যা ২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষতিপূরণসহ কৃষকদের ফেরত দেওয়া হয়। তবে, সেই জমি আর সম্পূর্ণরূপে চাষের উপযোগী হয়ে ওঠেনি।
স্থানীয়দের অনেকে আজও মনে করেন, যদি সেদিন ন্যানো কারখানা তৈরি হতো, তাহলে সিঙ্গুর আজ একটি শিল্পনগরী হিসেবে পরিচিত হতো। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার সিঙ্গুরের পুরনো ক্ষত নিরাময় করতে চাইছে। সিঙ্গুর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে ‘সাইনোসোর’ নামের একটি সংস্থা নতুন করে বৈদ্যুতিক গাড়ি কারখানা স্থাপন করতে যাচ্ছে। গতকাল শনিবার হুগলিতে তাদের তিন চাকার গাড়ি উদ্বোধন করা হয়, যেখানে রাজ্যের মন্ত্রী ভাভেদ আহমেদ খান ও উজ্জ্বল বিশ্বাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তৃণমূল নেতা কুণাল ঘোষ ঘোষণা করেন যে, সংস্থাটি খুব শীঘ্রই চার চাকার বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসবে।
সংস্থার কর্মকর্তা সম্পূর্ণা ঘোষ জানান, চার আসনের বৈদ্যুতিক গাড়িটির দাম এক লক্ষ রুপির নিচে রাখা হবে। গাড়িটি ২০২৬ সালের জানুয়ারিতে বাজারে আসবে এবং চলতি বছরের দীপাবলির পর কলকাতায় এর প্রোটোটাইপ উন্মোচন করা হবে। তৃণমূল নেতাদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন গাড়ির নামকরণ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই প্রকল্পের মাধ্যমে সিঙ্গুরের বেদনাদায়ক অতীত মুছে ফেলে নতুন শিল্পায়নের বার্তা দিতে চাইছে রাজ্য সরকার।।
কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী