Published : 11 Sep 2025, 04:04 AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের প্রার্থীদের বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়ে জামাত-ই-ইসলামী পাকিস্তান ফেসবুকে যে পোস্ট করেছিল, সেটি সরিয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সংগঠনটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি করেছিল। তবে কয়েক ঘণ্টা পর সেটি সরিয়ে নেওয়া হয়। বাংলাদেশ সময় আজ রাত ১০টার দিকে সংগঠনটির পেজে গিয়েও পোস্টটি পাওয়া যায়নি। ছাত্রশিবিরের প্রার্থীদের অভিনন্দন জানিয়ে জামাত-ই-ইসলামী পাকিস্তান ওই পোস্টে লিখেছিল, বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ! দেশের সর্ববৃহৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয়ী হয়েছে।
পুরো প্যানেল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যান্য প্যানেলগুলোতে ভারতপন্থী শক্তির ঐক্যবদ্ধ সমর্থন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করায় ‘শিবিরকে’ অভিনন্দন। আরও বলা হয়, ইনশাআল্লাহ, এই বিজয় ছাত্র ও যুবসমাজের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তি দেবে এবং উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে। পোস্টে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারেরও কৃতিত্ব রয়েছে—সব ধরনের প্রতিকূলতা সত্ত্বেও তারা গণতন্ত্রের নার্সারি হিসেবে পরিচিত ছাত্র সংসদের নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের মধ্যে ২৩টি পদে জয়লাভ করে। বাকিগুলো স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন। শুধু একটি সদস্য পদে প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী জয়লাভ করেছেন।।
সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী