Published : 10 Sep 2025, 10:06 PM
নেপালের রাজনৈতিক অস্থিরতা ও কারফিউর মধ্যে পর্যটন নগরী পোখারায় অবস্থানরত একজন বাংলাদেশি পর্যটক জানিয়েছেন, তারা আপাতত নিরাপদে থাকলেও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ইন্ডিপেনডেন্ট টিভির প্রোডাকশন ইন্টার্ন সামিয়া তাবাসসুম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডেকে তার অভিজ্ঞতা জানান। তিনি টিবিএসকে বলেন, 'আজ আমরা হোটেলেই আছি। বাইরে দোকানপাট বন্ধ, কারণ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ চলছে বলে শুনেছি।' তিনি আরও জানান, তাদের বাংলাদেশ বিমানের ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নির্ধারিত ছিল। তবে ফ্লাইটটি এখনো নিশ্চিত হয়নি। সন্ধ্যার পর বা রাতের দিকে হয়তো আগামীকালকের পরিস্থিতি সম্পর্কে জানা যাবে। খাবারের বিষয়ে সামিয়া বলেন, 'হোটেলে থাকা-খাওয়ার সবকিছুই এখন পর্যন্ত ঠিক আছে। কোনো সমস্যা হয়নি। আমরা সকালে রেস্টুরেন্টে খাবার অর্ডার করে রাখতাম। পরে দোকান বন্ধ হয়ে গেলেও আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।
' রাস্তাঘাটের পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, 'রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখেছি বেশিরভাগ মানুষই পর্যটক। ভারত ও বাংলাদেশের অনেক পর্যটক এখানে আছেন।' বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'আজকে পরিবেশ শান্ত। আতঙ্কের কিছু নেই। সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে মনে হচ্ছে।' আন্দোলনের শুরুতে কোথায় ছিলেন জানতে চাইলে তিনি বলেন, 'আমরা শনিবার (৬ সেপ্টেম্বর) ১৪ জনের একটা ট্যুর গ্রুপের সাথে নেপালে ঘুরতে এসেছিলাম। যখন আসছিলাম তখন শুনলাম ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এটা নিয়ে কোনো ঝামেলা বা আন্দোলন হবে, সেটা জানতাম না।' তিনি আরও বলেন, 'আমরা যেদিন আসি সেদিন কিছু হয়নি। সোমবার (৮ সেপ্টেম্বর) আমরা পোখারা আসি। নয় ঘণ্টার জার্নি শেষে আসার সময় শুনলাম আন্দোলন হচ্ছে এবং মানুষ মারা গেছে।
তখন একটু চিন্তিত হয়ে যাই। তবে পোখারায় পৌঁছানোর পর সবকিছু স্বাভাবিক ছিল। আমরা কেনাকাটা করেছি, খেয়েছি- কোনো সমস্যা হয়নি।' মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, 'সকালে মোটামুটি স্বাভাবিক ছিল। আমরা বাইরে বসেছিলাম, সব দোকান খোলা ছিল। কিন্তু দুপুরের পর থেকে সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং আন্দোলন শুরু হয়। বিকেলে আমাদের কাছের একটা ভবনে আগুন দেওয়া হয়। তখন আমরা একটু ভয় পাই, সাথে যারা ছিল সবাই আতঙ্কিত হয়ে পড়ে। মাঝখানে বৃষ্টি হওয়ায় আগুন নিভে যায়, এতে আমরা অনেকটা স্বস্তি পাই। আগুন নেভানোর কোনো ব্যবস্থা আমরা দেখিনি।।
সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী