Published : 10 Sep 2025, 06:03 AM
কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে। একজন ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালের স্মতরিচ এই হামলাকে 'সঠিক সিদ্ধান্ত' বলে অভিহিত করেছেন।
তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, 'বিশ্বের কোথাও ইসরায়েলের হাত থেকে সন্ত্রাসীরা বাঁচতে পারবে না, এবং পারবেও না।' এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে ধোঁয়া দেখা যায়। হামাসের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, দোহায় তাদের বৈঠকের সময় হামাসের প্রতিনিধিদলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামাসের আরেকটি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ইসরায়েল হামাসের যে নেতাদের লক্ষ্যবস্তু করেছে, তারা দোহায় ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।
এদিকে, কাতার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বিবৃতিতে বলেছে যে, এই অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন। ইরানও এই হামলার নিন্দা জানিয়েছে।।
সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী