Published : 02 Sep 2025, 01:07 AM
ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু জিয়ানলুইজি দোন্নারুম্মার পরবর্তী গন্তব্য সম্পর্কে অনেকটা নিশ্চিত করেই ঘোষণা দিয়েছেন ইতালির কোচ জেনারো গাত্তুসো! ইউরোপের দলবদলের বাজারে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, পিএসজি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন দোন্নারুম্মা। ম্যান সিটির সমর্থকেরাও হিসেব মিলিয়ে দেখছেন, ইতালি জাতীয় দলের এই গোলকিপারের জন্য অপেক্ষা করছেন। সেই হিসেবটি হলো—গোলকিপার এদেরসনকে তুর্কি ক্লাব ফেনেরবাচের কাছে ১ কোটি ৪০ লাখ ইউরোতে বিক্রি করতে রাজি হয়েছে সিটি। স্বাভাবিকভাবেই, এদেরসনের জায়গায় দোন্নারুম্মাকে দেখছেন সিটির সমর্থকেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ম্যান সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনের ফেনেরবাচেতে যোগদান নির্ভর করছে পিএসজি ছেড়ে ৩ কোটি ৫০ লাখ ইউরোতে দোন্নারুম্মার ইতিহাদে আসার ওপর। অথবা, অন্য কোনো উঁচুমানের গোলকিপার সিটিতে আসলে এদেরসন যেতে পারেন।
আরও পড়ুনরেকর্ড গড়ে ১৭০০ কোটি টাকায় ইসাককে কিনল লিভারপুল৬ ঘণ্টা আগে সেই উঁচুমানের গোলকিপার যে দোন্নারুম্মাই হতে যাচ্ছেন সিটিতে, তা গতকাল একপ্রকার নিশ্চিত করে দিয়েছেন গাত্তুসো। ইতালির ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে রোমে সংবাদ সম্মেলনে এই কোচের কাছে দোন্নারুম্মার বিষয়ে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। গাত্তুসো উত্তরে জানিয়েছেন, দলবদলের শেষ দিনে দোন্নারুম্মা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ম্যান সিটিতে সই করবেন। গাত্তুসোর ভাষায়, ‘দোন্নারুম্মাকে কিছু বিষয় ঠিক করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সে ম্যানচেস্টার সিটিতে সই করবে।’ আরও পড়ুনমাত্র তিন ম্যাচ পরই ছাঁটাই টেন হাগ৭ ঘণ্টা আগে পিএসজির গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ে দারুণ ভূমিকা ছিল দোন্নারুম্মার। কিন্তু ফরাসি ক্লাবটির কোচ লুইস এনরিকে গত মাসে জানিয়েছেন, ২৬ বছর বয়সী এই ইতালিয়ান এখন তাঁর স্কোয়াডে প্রথম পছন্দের গোলকিপার নন।
গত মাসেই লিল থেকে কেনা গোলকিপার লুকাস শেভালিয়ে এখন পিএসজির প্রথম পছন্দের গোলকিপার, জানিয়েছেন এনরিকে। এর আগে গুঞ্জন ছিল, এদেরসন সিটি না ছাড়লে দোন্নারুম্মা এই ক্লাবে যোগ দিতে পারবেন না। তবে ইংল্যান্ডের বার্তা সংস্থা পিএ জানিয়েছে, দোন্নারুম্মাকে দলে নিতে ম্যান সিটি ঐকমত্যে পৌঁছেছে। বার্নলি থেকে গোলকিপার জেমস ট্রাফোর্ডকে কিনেছে সিটি। প্রিমিয়ার লিগে এবার সিটির তিন ম্যাচে ট্রাফোর্ড সন্তোষজনক পারফরম্যান্স করতে পারেননি।।
খুলে দেওয়া হয়েছে ত্রিভুবন বিমানবন্দর, ‘বিশেষ’ ফ্লাইটের অপেক্ষায় বাংলাদেশ দল