Published : 28 Aug 2025, 10:02 PM
আগামী মাসে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে এই ম্যাচে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম খেলবেন না। আজ জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব–২৩ দলের অনুশীলনের আগে সাংবাদিকদের এই তথ্য জানান কোচ সাইফুল বারী।এশিয়ান বাছাইয়ে বাংলাদেশ ‘সি’ গ্রুপে রয়েছে। ভিয়েতনাম ছাড়াও গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ হলো ইয়েমেন ও সিঙ্গাপুর। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগামীকাল রাতে দেশ ছাড়ার কথা রয়েছে দলটির। কোচ বলেন, ‘ফাহামিদুলকে আমরা প্রথম ম্যাচ থেকে পাচ্ছি না, তবে পরের দুটি ম্যাচে পাওয়া যাবে। সে যখন যোগ দেবে, কোনো অনুশীলন ছাড়া সরাসরি ম্যাচ খেলাটা বাস্তবসম্মত হবে না।
ফাহামিদুল এলে অবশ্যই দলের শক্তি বাড়বে, তবে সেটি পরের দুই ম্যাচে সম্ভব হবে।’ এবার বাছাইয়ে এশিয়ার ৪৪টি দেশ অংশগ্রহণ করছে। ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা ৪ রানার্সআপ আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। সাইফুল বারীও সেদিকে লক্ষ্য রাখছেন, ‘আমাদের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ রয়েছে। প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুর ও ইয়েমেনের খেলা পর্যালোচনা করেছি। যেহেতু তারা প্রথম দিনই ম্যাচ খেলবে, তাই তাদের সম্পর্কে আরও বিশ্লেষণ করার সুযোগ পাব।’ফরোয়ার্ড শেখ মোরছালিনও গ্রুপ সেরা হওয়ার আশা প্রকাশ করেছেন, ‘আমরা তিনটি ম্যাচই জিততে চাই।
পরের পর্বে খেলার জন্য আমরা ভিয়েতনাম যাচ্ছি। দলের সবাই উজ্জীবিত।’টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দল কদিন আগে বাহরাইনে ১২ দিনের ক্যাম্প করেছে। ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ভিয়েতনাম। ৬ সেপ্টেম্বর ইয়েমেন আর ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল। আরও পড়ুনবাফুফের ডাকে ইতালি থেকে ঢাকায় ফাহামিদুল২৮ মে ২০২৫।
খুলে দেওয়া হয়েছে ত্রিভুবন বিমানবন্দর, ‘বিশেষ’ ফ্লাইটের অপেক্ষায় বাংলাদেশ দল