Published : 28 Aug 2025, 12:03 AM
ছেলের খেলা দেখতে ইংল্যান্ড থেকে জার্মানিতে গিয়েছিলেন বাবা। মাঠে বসে তিনি দেখলেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যে কোচ ছেলেকে তুলে নিচ্ছেন। দলও জিততে পারল না; ৩-১ ব্যবধানে এগিয়ে থাকার পর ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। মেজাজ হারিয়ে বাবা মার্ক খেলোয়াড়দের লকার রুমে যাওয়ার পথে ক্লাবের ক্রীড়া পরিচালককে ধরে ফেলেন।মার্কের ছেলে জোব বেলিংহাম, রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহামের ভাই। আর দলটি বরুসিয়া ডর্টমুন্ড, যেখানে মার্কের ছেলে জুডও খেলে গেছেন। ম্যাচটি ছিল বুন্দেসলিগার। বেলিংহামের বাবা ছেলের বদলি নিয়ে প্রশ্ন তোলার পর ডর্টমুন্ড ড্রেসিংরুমের আশেপাশে কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জুনে ৫ বছরের চুক্তিতে সান্দারল্যান্ড থেকে ডর্টমুন্ডে যোগ দেয় জোব বেলিংহাম। এরই মধ্যে ক্লাবের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেললেও শনিবার ছিল বুন্দেসলিগায় তাঁর প্রথম ম্যাচ। সেন্ট পাউলির মাঠে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে ইংল্যান্ড থেকে তাঁর বাবা মার্ক ও মা ডেনিস বেলিংহাম উড়ে যান। স্কাই স্পোর্টস জার্মানির প্রতিবেদনে বলা হয়, সেদিন ম্যাচের পর টানেলে গিয়ে ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক সেবাস্তিয়ান খেল-এর সঙ্গে কথা বলেন জোবের বাবা ও মা। মার্ক, খেলার প্রথম প্রথমার্ধ শেষে ছেলের বদলি এবং দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন। আরেক সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, তিনি কোচ নিকো কোভাচের সঙ্গে সরাসরি কথা বলারও ইচ্ছা জানান। ডর্টমুন্ডের কিছু খেলোয়াড় মার্কের এমন প্রতিক্রিয়ায় বিস্মিত হন। তবে ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক লার্স রিকেন ঘটনাটিকে গুরুত্ব দিতে চাননি, তিনি বলেন এটি নিছক আবেগপ্রবণ আলোচনা ছিল।
তিনি আরও যোগ করেন যে ভবিষ্যতে একটি কঠোর নিয়ম করা হবে—যেখানে শুধুমাত্র খেলোয়াড়, কোচ ও ক্লাব স্টাফদের ড্রেসিংরুমে প্রবেশের অনুমতি থাকবে। রিকেন বলেন, ‘জোবের পরিবার বিশেষভাবে তাঁর প্রথম বুন্দেসলিগা খেলাটি দেখতে এসেছিলেন এবং খেলার পর ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এটি একটি আবেগপ্রবণ মুহূর্ত ছিল। এতে কোনো সমস্যা নেই। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর ঘটবে না।’।
খুলে দেওয়া হয়েছে ত্রিভুবন বিমানবন্দর, ‘বিশেষ’ ফ্লাইটের অপেক্ষায় বাংলাদেশ দল