Published : 30 Aug 2025, 10:02 AM
সৌদি সুপার কাপের ফাইনালে পরাজয়ের কষ্ট ভুলতে দারুণভাবে লিগ শুরু করাটা জরুরি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের জন্য। গতকাল রাতে সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে দলটি খুব ভালো শুরু পেয়েছে। আল তাউওনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে আল নাসর ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। চেলসি থেকে গত মাসে আল নাসরে যোগ দেওয়া পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার হোয়াও ফেলিক্স অভিষেকেই হ্যাটট্রিক করেন। পেনাল্টি থেকে গোল পেয়েছেন রোনালদোও। কিংসলে কোমানও একটি গোল করেন। এই ম্যাচে গোল করে রোনালদো অনন্য এক রেকর্ড গড়েছেন। তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোল করেছেন। রোনালদোর মোট গোলের সংখ্যা এখন ৯৪০।
অর্থাৎ এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে আর ৬০ গোল প্রয়োজন তাঁর। আরও পড়ুন: টাইব্রেকারে হেরে আবারও রোনালদোর স্বপ্নভঙ্গ। ২৩ আগস্ট ২০২৫-এ বয়স ৪০ পেরোনোর পর এ নিয়ে ৪০ গোলে অবদান রাখলেন রোনালদো। ম্যাচ শেষে প্রথম ধাপ পার হওয়ার বার্তা দিয়ে একাধিক ছবিও পোস্ট করেন পর্তুগিজ কিংবদন্তি। ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী পেনাল্টি থেকে এ নিয়ে তাঁর গোলসংখ্যা ১৭৬। রোনালদোর মাইলফলকের রাতটি বিশেষভাবে নিজের করে নিয়েছেন ফেলিক্স। খেলার শুরুতে মাত্র ৭ মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন তিনি। এরপর ৬৭ ও ৮৭ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। এর মাঝে এক মিনিটের ব্যবধানে গোল করেন রোনালদো ও আল নাসরের আরেক নতুন খেলোয়াড় কোমান।
আরও পড়ুন: মেসি না রোনালদো—প্রশ্নে মুলার বললেন, মনটা রোমান্টিক। ২৭ আগস্ট ২০২৫ আন্তর্জাতিক বিরতি শেষে সৌদি লিগে আল নাসর পরের ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর রাতে। সেই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আল খোলুদ। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। ৬ সেপ্টেম্বর শনিবার প্রথম ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আর্মেনিয়া। আর ১০ সেপ্টেম্বর বুধবার পর্তুগাল খেলবে হাঙ্গেরির বিপক্ষে।।
খুলে দেওয়া হয়েছে ত্রিভুবন বিমানবন্দর, ‘বিশেষ’ ফ্লাইটের অপেক্ষায় বাংলাদেশ দল