Published : 29 Aug 2025, 06:02 PM
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এই ড্রয়ের ফলে শিরোপা দৌড়ে বাংলাদেশ অনেকটা পিছিয়ে পড়েছে। আজ যদি টুর্নামেন্টের অন্য ম্যাচে ভারত নেপালকে हराয়, তাহলে ভারতই চ্যাম্পিয়ন হবে। আর ভারত যদি নেপালের কাছে হারে বা ড্র করে, তাহলে বাংলাদেশের ক্ষীণ আশা টিকে থাকবে। চার দলের লিগভিত্তিক এই টুর্নামেন্টে প্রতিটি দলের ৬টি করে ম্যাচ রয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল এখন পর্যন্ত ৫ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ভারত ৪ ম্যাচ থেকে ১২ পয়েন্ট তুলেছে।
নেপালের বিপক্ষে জিতলে ভারতের পয়েন্ট দাঁড়াবে ১৫, যা বাংলাদেশের পক্ষে তাড়া করা কঠিন হবে। সেক্ষেত্রে, ভারত এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হবে। নেপাল–ভারত ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে। বয়সভিত্তিক এবং জাতীয় দল মিলিয়ে, এখন পর্যন্ত শুধু অনূর্ধ্ব-১৭ বিভাগের সাফ শিরোপাটাই জেতা হয়নি বাংলাদেশের। এই স্বপ্নপূরণের জন্য ভুটানের বিপক্ষে জয় প্রয়োজন ছিল। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। মাঝ মাঠ থেকে আক্রমণ করে ডি-বক্সের বাইরে থেকে লং শটে ভুটানের জালে বল জড়ান পূর্ণিমা মারমা।
কিন্তু প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার কারণে ভুটান সমতা করে। বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাংলাদেশের হাইলাইন ডিফেন্সের দুর্বলতাকে কাজে লাগিয়ে ভুটানের খেলোয়াড় চোর্টেন জাংমো গোল করেন। ১-১ গোলে সমতা হওয়ার পর বাংলাদেশ গোলের জন্য আক্রমণ চালায়, কিন্তু সফল হয়নি। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সৌরভী আকন্দ ভুটানের গোলমুখে সক্রিয় ছিলেন, কিন্তু আজ আর গোল করতে পারেননি। আরও পড়ুনচ্যাম্পিয়নস লিগে ফেবারিটদের কার পথ কেমন হলো৬ ঘণ্টা আগে।
খুলে দেওয়া হয়েছে ত্রিভুবন বিমানবন্দর, ‘বিশেষ’ ফ্লাইটের অপেক্ষায় বাংলাদেশ দল