Published : 25 Aug 2025, 12:03 AM
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের सिलसिला শুরু করতে ব্যর্থ হলো ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহামের মাঠ ক্র্যাভেন কটেজে রুবেন আমোরিমের দল আজ ১-১ গোলে ড্র করেছে। বদলি খেলোয়াড় হিসেবে নেমে ফুলহামের জন্য সমতাসূচক গোলটি করেন আর্সেনাল থেকে আসা এমিল স্মিথ রো। ইতিপূর্বে, নিজেদের প্রথম ম্যাচে আর্সেনালের কাছে হেরে গিয়েছিল ইউনাইটেড।আজ ৫৮ মিনিটে ইউনাইটেড প্রথমে এগিয়ে যায়। ব্রায়ান এমবিয়োমোর নেওয়া কর্নার থেকে লেনি ইয়োরোর হেড ফুলহামের রদ্রিগো মুনিজের গায়ে লেগে জালে প্রবেশ করে। আত্মঘাতী গোলেই লিড নেয় ইউনাইটেড। তবে রিপ্লেতে দেখা যায়, ইয়োরো ক্যালভিন ব্যাসিকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তা সত্ত্বেও ভিএআরের সিদ্ধান্ত বহাল থাকে। কিন্তু ইউনাইটেড লিড ধরে রাখতে পারেনি।
৭৩ মিনিটে দিয়োগো দালোত বল হারাতে গেলে অ্যালেক্স আইওবির ক্রসে ডি লিখট ক্লিয়ার করতে না পেরে ছয় মিনিট আগে নামা স্মিথ রো কাছ থেকে বল জালে জড়িয়ে দেন। এর আগে ম্যাচের প্রথম অর্ধ্বেও ইউনাইটেড বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। ম্যাচের ৩৮ মিনিটে ক্যালভিন ব্যাসিকে ফাউল করার অভিযোগে রেফারি পেনাল্টি দেন। কিন্তু ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ সেই পেনাল্টি শট গ্যালারিতে পাঠিয়ে দেন।আরও পড়ুন: ৫০০ ছুঁয়ে যে অনন্য কীর্তি সাকিবের।৩৭ মিনিট আগে।তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার আভাস পাওয়া যায় আমোরিমের নতুন আক্রমণভাগ—ম্যাসন মাউন্ট, এমবিয়োমো ও মাতেয়াস কুনিয়া। দ্বিতীয় মিনিটেই তারা গোলের দেখা পেতে পারত। কুনিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ফার্নান্দেজের জোরালো শট ফুলহামের গোলকিপার বার্নড লেনো ফিরিয়ে দেন।
তবে শুধু রক্ষণেই সীমাবদ্ধ ছিল না ফুলহাম। ৩০ মিনিটের মধ্যে তাদেরও কয়েকটি সুযোগ আসে। ইউনাইটেডের তুর্কি গোলকিপার আলতাই বায়িন্দির জশ কিংয়ের শট প্রতিহত করেন। এরপর আইওবির ভলিও তিনি রুখে দেন।শেষ দিকে হ্যারি ম্যাগুয়ারের হেড সামান্য বাইরে গেলে ইউনাইটেড জয়ের স্বাদ নিতে পারেনি।আরও পড়ুন: সিরি ‘আ’–তে মাঠে নেমেই রেকর্ড গড়লেন মদরিচ।৪ ঘণ্টা আগে।।
খুলে দেওয়া হয়েছে ত্রিভুবন বিমানবন্দর, ‘বিশেষ’ ফ্লাইটের অপেক্ষায় বাংলাদেশ দল