Published : 09 Sep 2025, 09:03 PM
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বালুবাহী মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মো. সম্রাট (২২) নামের এক মোটরসাইকেলচালক মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে মহাসড়কের সাতকানিয়া উপজেলার বিওসির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সম্রাট উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার আবু তাহেরের ছেলে। পুলিশ জানায়, কক্সবাজারগামী একটি বালুবাহী মিনি ট্রাকের সঙ্গে চট্টগ্রামগামী মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসার সময় বিকেলে সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়। দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।
নিহতের লাশ বর্তমানে থানা হেফাজতে আছে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত তরুণের মামাতো ভাই মো. জীবন জানান, সম্রাটের বাবা পক্ষাঘাতগ্রস্ত এবং তিনি উত্তর সাতকানিয়া এলাকার মৌলভীর দোকান এলাকায় একটি আলমারির দোকানে কাজ করতেন। মোটরসাইকেলটি তাঁর মালিকের ছিল এবং দোকানের মালামালের জন্য তিনি দোহাজারী বাজারে যাচ্ছিলেন।।
জাকসুতে বিভিন্ন অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করল ছাত্রদল