Published : 22 Aug 2025, 04:02 AM
জাতীয় পার্টির (জাপা) দুই পক্ষের নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি দল। বৈঠকে গণতন্ত্র, নির্বাচনীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। দলটির দুটি অংশ আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রথম বৈঠকটি জাপার চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
त्यावेळी দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য মইনুর রাব্বী চৌধুরী ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে আইআরআই প্রতিনিধিদলে ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সীমা, উপপরিচালক ম্যাথিউ কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনীয় সংস্কার নিয়ে গঠনমূলক আলোচনার অংশ হিসেবে এই বৈঠকটি হয়েছে। পরে রাজধানীর বনানীতে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন অংশের নেতাদের সঙ্গে বৈঠক করেন আইআরআইর প্রতিনিধিদল।
জাপার প্রেসিডিয়াম সদস্য মাশরুর মাওলার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে দলের এই অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রয়োজনীয় সংস্কার এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।।
নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা