Published : 09 Sep 2025, 07:02 PM
কারচুপির অভিযোগ এনে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তাহমিনা আক্তার নামের এক স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী। আজ মঙ্গলবার বিকেলে টিএসসিতে তিনি সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রে ভোট কারচুপি ও দখলদারিত্ব হয়েছে।
অভিযোগ করে তাহমিনা আক্তার বলেন, আগে থেকে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট পেপার ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য একটি প্রহসনমূলক ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনা বলেন, ‘আমি এই ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করছি।
শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’।
ডাকসু নির্বাচনে বিজয়ী সেই সানজিদা, বললেন, ‘আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব’