Published : 10 Sep 2025, 09:05 AM
এবার ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা অভূতপূর্বভাবে অংশগ্রহণ করেছে। এটি সত্যিই প্রশংসার যোগ্য। তবে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থাপনার কিছু দুর্বলতা আমাদের নজরে এসেছে। এর মধ্যে অন্যতম হলো পোলিং অফিসার নিয়োগে অস্বচ্ছতা। তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণও ছিল না। প্রার্থীদের পোলিং এজেন্ট অনুমোদনে প্রশাসনের বৈষম্য ছিল বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন দলকে বেশি সংখ্যক এজেন্ট দেওয়া হয়েছে, আবার কাউকে কম দেওয়া হয়েছে—এমন অভিযোগ, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে এসেছে। তথ্যের অভাব এবং সমন্বয়ের ঘাটতিও ছিল। এছাড়াও, নির্বাচন পরিচালনা করার জন্য যথেষ্ট সংখ্যক লোক ছিল না। এত বিপুল সংখ্যক ভোটারদের জন্য পর্যাপ্ত প্রস্তুতি দেখা যায়নি। নির্বাচন পরিচালনাকারীরাও ভালোভাবে প্রস্তুত ছিলেন না।
শিক্ষার্থীরা নিজেরাই সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পোলিং অফিসার নিয়োগে অস্বচ্ছতা থেকেই রাজনৈতিক আলোচনার সূত্রপাত হয়েছে। এছাড়াও, অভিন্ন নির্দেশনার অভাব ছিল। বিভিন্ন কেন্দ্রে আচরণবিধি নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে মনে হয়েছে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি এড়িয়ে যাওয়া যেত। যদি একই ধরনের সিদ্ধান্ত সর্বত্র থেকে আসত, তাহলে এমন কথা বলার সুযোগ থাকত না। যেমন, প্রার্থীরা কেন্দ্রে যেতে পারবে কিনা, ভোটাররা ব্যালটের নম্বর সম্বলিত কাগজ বা স্লিপ নিয়ে যেতে পারবে কিনা, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কারা থাকতে পারবে বা কী করতে পারবে—এই বিষয়গুলো প্রতিটি কেন্দ্রে ভিন্নভাবে সামলানো হয়েছে। ফলে নানা প্রশ্ন উঠেছে। তবে নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণের জোয়ারে সবকিছু ভেসে গেছে।
নারী শিক্ষার্থীদের ভোট আরও বেশি হতে পারত। বিশেষ করে রোকেয়া হলের ভোটকেন্দ্রের ঘটনায় আমরা হতাশ হয়েছি। ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রার্থীদের ব্যালট নম্বর সম্বলিত কাগজ বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়, যা সামাল দেওয়ার মতো যথেষ্ট লোকবল ছিল না। এরপর বিভিন্ন গুজব ছড়াতে শুরু করে এবং মেয়েদের লাইন ছোট হয়ে যায়। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে রাত আটটা পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করেছি। এখনো গণনা চলছে, তাই কোনো ধারণা করা যাচ্ছে না। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখনো কিছু ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে, তবে সেটি না ঘটুক। শিক্ষার্থীরা ভোট দিয়েছে, এখন ফল ভালো হোক—এই আমাদের প্রত্যাশা। সামিনা লুৎফা:অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি