Published : 08 Sep 2025, 11:06 AM
সুরভিন চাওলা ‘আগলি’, ‘হেট স্টোরি ২’, ‘পার্চড’ এর মাধ্যমে আলোচনায় এসেছিলেন। এরপর ‘রানা নাইডু ২’, ‘মান্ডালা মার্ডারস’, ‘আন্ধেরা’য় দুর্দান্ত অভিনয়ে আবারও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। আবেদনময়ী চরিত্র হোক বা সিরিয়াস অথবা খল—সবকিছুতেই তিনি সাবলীল। ছোট পর্দা থেকে ওটিটি—সর্বত্রই তিনি পরিচিত একটি নাম। ক্যারিয়ারের শুরুতে তিনি মূলত আবেদনময়ী চরিত্রে অভিনয় করেছেন, তবে সময়ের সাথে সাথে তার অভিনয়ের জগৎ বদলেছে। এখন তিনি সাহসী, জটিল, ব্যতিক্রমী বা শক্তিশালী চরিত্রে দর্শকদের সামনে আসেন। প্রতিটি চরিত্রেই তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। তাই আজ তিনি শুধু নায়িকা হিসেবেই নন, বরং অভিনয় দক্ষতায় বলিউড ও ওটিটি–দুনিয়ার অন্যতম শক্তিশালী ‘উপস্থিতি’ হয়ে উঠেছেন। নবভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুরভিন সম্প্রতি চরিত্র বাছাই, টাইপকাস্ট হওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা এবং ব্যক্তিগত জীবনের অগ্রাধিকার নিয়ে খোলামেলা কথা বলেছেন। চরিত্র নির্বাচন প্রসঙ্গে সুরভিন বলেন, ‘আমার কাছে সবসময় অদ্ভুত সব চরিত্রের প্রস্তাব আসে। অথচ আমার ইচ্ছে নাচ-গানের হালকা ধাঁচের ছবিতে অভিনয় করার।
আমি পাঞ্জাবি ও অন্যান্য ভাষার অনেক ছবিতে এমন কাজ করেছি। কিন্তু এখন গল্পের ধারা বদলে গেছে, ডার্ক কনটেন্ট বেশি তৈরি হচ্ছে। তবে দর্শক হিসেবে আমি হালকা-সরল কাহিনি দেখতে বেশি পছন্দ করি এবং এ রকম ছবিতেই অভিনয় করতে চাই।’ সুরভিন শুরু থেকেই নিরাপদ পথ বেছে নেননি। তার ভাষ্য, ‘যে চরিত্রে কাজ করবেন, পরবর্তী সময়ে আপনাকে সে রকম কাজই বেশি দেওয়া হবে। আমি কখনোই নিজেকে নিরাপদ চরিত্রে আটকে রাখিনি। আমার ডিএনএ-তেই সেটা নেই। ঝুঁকি আছে বলেই কাজটা করতে হবে—এমন ভাবনা সবসময় ছিল। এখন কাজের পাশাপাশি সন্তান ও পরিবার সমানভাবে গুরুত্ব পায়। আমি এখন এমন কাজ করতে চাই, যা আমাকে আনন্দ দেবে। অনেক দিন পর সন্তানের সঙ্গে দেখা হওয়ার যে অনুভূতি, কাজ নিয়েও যেন সেই উত্তেজনা ও চমক ধরে রাখতে পারি।
’ বলিউডে টাইপকাস্ট থেকে দূরে থাকতে পেরে সুরভিন গর্বিত। তিনি বলেন, ‘এখানে শিল্পীদের স্টেরিওটাইপ করার প্রবণতা প্রবল। এর বাইরে থাকতে হলে “না” বলতে জানতে হয়। শুরুতে আমাকেও একই রকম চরিত্রে বেঁধে ফেলতে চেয়েছিল। কিন্তু আমি শুরু থেকেই “না” বলার সাহস দেখিয়েছি। একজন নির্মাতার দায়িত্ব হলো অভিনেতাকে ভিন্ন চরিত্রে কল্পনা করা, এক খাঁচায় আটকে রাখা নয়।’ অভিনয় সুরভিনের কাছে শুধু পেশা নয়, বরং আত্মতৃপ্তির জায়গা। তাই একদিকে যেমন তিনি অভিনয়ে নতুন চরিত্রে নিজেকে চ্যালেঞ্জ করেন, অন্যদিকে পরিবার ও ব্যক্তিজীবনকেও সমান গুরুত্ব দেন। হয়তো এ কারণেই আজ সুরভিন চাওলা শুধু নায়িকা নন, বরং আলাদা অবস্থান তৈরি করা একজন শক্তিশালী শিল্পী।।
নজরুলের সিনেমাটির নেগেটিভ নষ্ট হয়ে গেছে, জানাল কলকাতার স্টুডিও