Published : 22 Aug 2025, 08:02 AM
‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও কমলা কালেক্টিভের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন লীসা গাজী। আজ বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড জানিয়েছে, ছবিটি খুব শীঘ্রই দেশের সিনেমা হলগুলোতে দেখা যাবে। একই ফেসবুক পোস্টে লীসা গাজী লিখেছেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্যের গল্পচিত্র “বাড়ির নাম শাহানা” দর্শকদের উপহার দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। “বাড়ির নাম শাহানা”-র গল্পটি বাস্তব জীবনের প্রতিচ্ছবি, যেখানে ভালো-মন্দের চিরাচরিত ধারণার বাইরে গিয়ে আমাদের পরিচিত জগতের একজন সাধারণ নারীর জীবন তুলে ধরা হয়েছে।’ নির্মাতা আরও জানিয়েছেন, ‘“বাড়ির নাম শাহানা” একটি বিষণ্ণ ছবি নয়, বরং এটি জীবনের জয়গান।
আমরা চাই দর্শকরা তাদের পরিবার এবং বন্ধুদের সাথে সিনেমা হলে এসে ছবিটি দেখুন। তাদের মতামত শোনার জন্য আমরা অপেক্ষায় আছি।’ এর আগে সিনেমাটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে।রক্ষণশীল মফস্সলের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি নব্বইয়ের দশকের বাংলাদেশের এক নারীর বেঁচে থাকার গল্প বলে, যে বিচ্ছেদের পর পরিবার বা সমাজের নিয়ন্ত্রণ চান না। দীপা নামের সেই নারী রক্ষণশীল শহরে বড় হলেও সমাজের সংকীর্ণতা অতিক্রম করে নিজের মতো করে বাঁচতে চায়। আরও পড়ুন: মুম্বাইয়ে পুরস্কৃত ‘বাড়ির নাম শাহানা’০৮ নভেম্বর ২০২৩ ছবির অধিকাংশ অংশের শুটিং বাংলাদেশে একটি মফস্সল শহরে এবং যুক্তরাজ্যের একটি ছোট শহরে হয়েছে।
গল্পের সময় ও পরিবেশের সাথে সঙ্গতি রেখে ডাবিং ছাড়াই লোকেশনে শব্দ তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সিনেমাটিতে দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ। লীসা গাজীর সাথে যৌথভাবে সিনেমার চিত্রনাট্য লিখেছেন আনান সিদ্দীকা।।