Published : 21 Aug 2025, 08:02 PM
রণবীর সিং অভিনীত উচ্চ বাজেটের ছবি ‘ধুরন্ধর’-এর শুটিং চলছে ভারতের লেহ অঞ্চলে। কয়েক দিন আগে এই ছবির শুটিংয়ে খাবার খেয়ে ১০০ জনের বেশি কলাকুশলী অসুস্থ হয়ে পড়েন। প্রথমে অভিযোগ উঠেছিল, উচ্চ বাজেটের ছবির সেটে কীভাবে নিম্নমানের খাবার সরবরাহ করা হলো! তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ভিন্ন খবর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, খাবারের মান নয়, লেহ অঞ্চলে ছড়িয়ে পড়া মুরগির এক ধরনের সংক্রমণই এই ঘটনার মূল কারণ। শুটিংয়ে খাবার খাওয়ার অল্প পরেই সেটের কলাকুশলীদের পেটে তীব্র ব্যথা, বমি বমি ভাব, মাথাব্যথার মতো একাধিক উপসর্গ দেখা যায়। তৎক্ষণাৎ তাঁদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইউনিটের ৩০০ জন ওই খাবার খেয়েছিলেন। তাঁদের মধ্যে ১০০ জনের বেশি অসুস্থ হয়ে পড়েন। তখন প্রশ্ন ওঠে, খরচ কমানতেই কি কলাকুশলীদের নিম্নমানের খাবার দেওয়া হয়েছিল? এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছে ছবির ঘনিষ্ঠ একটি সূত্র।
সংবাদমাধ্যমকে এই সূত্র জানিয়েছে, ‘এটি বর্তমানে অন্যতম বৃহৎ আয়োজনের ছবি। তাই খরচ কমানোর কোনো প্রশ্নই ওঠে না। লেহর মতো জায়গায় শুটিং করা সবসময় সহজ নয়। তাছাড়া কলাকুশলীর বিশাল বহরও রয়েছে। এই এলাকাতেই মুরগিদের মধ্যে কোনো সংক্রমণ ছিল। সম্ভবত, সেটিই এই ঘটনার কারণ। তাই খাবারের মান নিয়ে আসা ধরনের কানাঘুষি খুবই ভিত্তিহীন।’ আরও পড়ুন জন্মদিনে ‘ধুরন্ধর’ হয়ে চমকে দিলেন রণবীর ০৬ জুলাই ২০২৫। ওই সূত্র সংবাদমাধ্যমকে আরও জানায়, কলাকুশলীদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
অনেক কলাকুশলী ইতোমধ্যে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। তাঁদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। ‘ধুরন্ধর’ পরিচালনা করছেন আদিত্য ধার। রণবীর ছাড়াও এতে আরও দেখা যাবে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না ও আর মাধবনকে। সিনেমার শুটিং প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েক সপ্তাহের শুটিং বাকি রয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি শুটিং শেষ করে মুম্বাইয়ে ফিরবে ইউনিট। ছবি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের ৫ ডিসেম্বর।।