Published : 31 Aug 2025, 07:05 AM
কলকাতার ঐতিহ্যবাহী এনটি–ওয়ান স্টুডিওতে কাজী নজরুল ইসলামের ‘ধ্রুব’ সিনেমার নেগেটিভ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। স্টুডিওটির পরিচালক সৌগত নন্দী গত শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, এই সিনেমাটি আর পুনরুদ্ধার করা সম্ভব নয়। ৯১ বছর আগে কাজী নজরুল ইসলাম ‘ধ্রুব’ নির্মাণ করেন। এটি তাঁর নির্মিত একমাত্র চলচ্চিত্র। তিনি যুগ্মভাবে পরিচালনার পাশাপাশি এই নির্বাক চলচ্চিত্রে অভিনয়ও করেছিলেন। ১৯৩৪ সালের ১ জানুয়ারি কলকাতার ক্রাউন থিয়েটারে ‘ধ্রুব’ মুক্তি পায়। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের ‘ভক্ত ধ্রুব’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেন কাজী নজরুল ইসলাম ও সত্যেন্দ্রনাথ দে। সিনেমার নেগেটিভ এনটি-ওয়ান স্টুডিওতে কীভাবে এল—জানতে চাইলে সৌগত নন্দী জানান, স্টুডিওটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়। বহু বছর ধরে স্টুডিওর ল্যাবরেটরিতে নেগেটিভগুলো ছিল।
পুরোনো নেগেটিভ সংরক্ষণ করা কঠিন, নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হতো। সামান্য তাপমাত্রা বাড়লেই আগুন লেগে যেত। স্টুডিওতে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। সৌগত নন্দী বলেন, ‘অনেক পুরোনো সিনেমাটির (ধ্রুব) নেগেটিভের অবস্থা খুবই খারাপ ছিল। তাই সেগুলো বাঁচানো যায়নি। এটি নষ্ট হয়ে গেছে এবং পুনরুদ্ধার করা সম্ভব নয়। তবে ১৯৫০ সালের পরের ছবিগুলো উদ্ধার করা গেছে।’ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ, উত্তম কুমার, সুচিত্রা সেনের অনেক সিনেমা সংগ্রহ ও উদ্ধার করেছে এনটি-ওয়ান স্টুডিও। আরও পড়ুন নজরুলের সিনেমাটি কোথায়? ২৭ আগস্ট ২০২৫ সৌগত নন্দীর ধারণা, ‘ধ্রুব’ ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়ার সংগ্রহে থাকতে পারে।
চলচ্চিত্রটি একসময় প্রতিষ্ঠানটির সংরক্ষণের তালিকায় ছিল। তবে এখন আর ওয়েবসাইটে সংরক্ষণের তথ্য নেই। নজরুলের নাতনি ও সংগীতশিল্পী খিলখিল কাজী জানান, সিনেমাটি তাঁদের সংগ্রহে নেই। ঢাকার কবি নজরুল ইনস্টিটিউট জানিয়েছে, ‘ধ্রুব’সহ কাজী নজরুলের কোনো ছবিই প্রতিষ্ঠানটির সংগ্রহে নেই। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছবিটির একটি রিল (১০ মিনিট) রয়েছে। অনলাইনে সাদা–কালো সিনেমাটির দু–একটি ‘ক্লিপ’ পাওয়া যায়; তবে পুরোটা পাওয়া যায়নি।।
কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী