Published : 21 Aug 2025, 11:02 AM
যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপের ঘোষণা দিয়েছে। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকেরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ফেলোরা যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নে কাজ করবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্টের মধ্যে অনলাইনে এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশি নাগরিকদের জন্য আবেদন করার শেষ সময় ওই দিন বিকেল চারটা পর্যন্ত।
আরও পড়ুন নেদারল্যান্ডসে বিনা মূল্যে পড়াশোনা, আবেদন স্নাতকোত্তরে। ১৬ আগস্ট ২০২৫ পর্যন্ত যুক্তরাজ্যে যাওয়া ও নিজ দেশে আসার উড়োজাহাজ টিকিট; ভিসা প্রসেসিং ফির সুবিধা; লিভিং অ্যালাউন্স হিসেবে মাসে পাওয়া যাবে ২ হাজার ১০৪ ব্রিটিশ পাউন্ড (যা ৩ লাখ ৪৩ হাজার ৬৭৬ টাকা, ১ পাউন্ড সমান ১৬৩.৩৪ টাকা ধরে হিসাব করা হয়েছে, ২০ আগস্টের হিসাব অনুযায়ী)। তবে লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে মাসে পাওয়া যাবে ২ হাজার ৬১২ ব্রিটিশ পাউন্ড। এছাড়াও যুক্তরাজ্যে যাওয়া আসার ভাতার জন্য মিলবে ১১৮৩.২০ পাউন্ড এবং যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থায় কাজ ও সভায় যোগ দেওয়ার জন্য সর্বোচ্চ ২,০০০ পাউন্ড। এই ফেলোশিপ পেলে একজন প্রার্থী কমনওয়েলথভুক্ত দেশের স্থায়ী নাগরিক অথবা শরণার্থী মর্যাদার হতে হবে; আবেদনের সময় চাকরিরত অবস্থায় থাকতে হবে, যাতে ফেলোশিপ শেষে আগের প্রতিষ্ঠানে যোগ দেওয়া যায়; নিয়োগদাতা প্রতিষ্ঠানের দুজন ব্যক্তির নাম রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে; এবং অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। আরও পড়ুন অস্ট্রেলিয়ার ভিসা: ইংরেজি ভাষা পরীক্ষার পরিবর্তন, পাঁচটির বদলে ৯ পরীক্ষার ফল গ্রহণ ১৭ আগস্ট ২০২৫।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি তথ্য