Published : 23 Aug 2025, 04:02 PM
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃষিগুচ্ছের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বেশ কয়েক দফায় শিক্ষার্থী ভর্তি করার পরেও কিছু আসন এখনও খালি রয়েছে। এই আসনগুলো পূরণের জন্য অপেক্ষমাণ তালিকা থেকে ১০ গুণ সংখ্যক শিক্ষার্থী নিয়ে একটি মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে অনলাইনে ভর্তি ফি-এর প্রথম অংশ জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। central ভর্তি কমিটির বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে খালি আসনের ১০ গুণ সংখ্যক শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে যারা ভর্তির জন্য আগ্রহী, তাঁদের অনলাইনে রিপোর্ট করতে হবে এবং ভর্তি ফি-এর প্রথম অংশ ১০ হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার সময়সীমা ২২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত।
আরও পড়ুন: ২০১৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুনে, পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। পূর্বে, শূন্য আসনের ১০ গুণ শিক্ষার্থীর ফলাফল প্রকাশের কারণে যদি বেশি সংখ্যক শিক্ষার্থী ফি জমা দেন এবং সবাইকে ভর্তি করা সম্ভব না হয়, তবে যাদের টাকা জমা দেওয়া হবে, তাদের সেই মোবাইল নম্বরে জমা দেওয়া টাকা ফেরত দেওয়া হবে। SSL Commerce টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। যাদের ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে, কিন্তু তারা ভর্তি না হলে তাদের টাকা ফেরত দেওয়া হবে না। অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি-এর প্রথম অংশ ১০ হাজার টাকা জমা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে মেধাতালিকা (খালি আসনের সমান সংখ্যক) প্রকাশ করা হবে ২৭ আগস্ট। ভর্তি সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হওয়ার জন্য প্রযোজ্য ফি সমন্বয়ের সাথে পূর্বে জমা দেওয়া টাকা সমন্বয় করতে হবে। আরও পড়ুন: শিক্ষা ক্যাডার ছেড়ে ৬ জন কর্মকর্তা যোগ দিয়েছেন প্রশাসন-খাদ্য-কর ক্যাডারে।
২২ আগস্ট ২০২৫ তারিখে মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করতে হবে। এই নিয়ম ভঙ্গ করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। ১ ও ২ সেপ্টেম্বর শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তি হতে পারবেন। শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে ক্লিক করুন।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি তথ্য