Published : 23 Aug 2025, 02:02 PM
২০২৫ সালের এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলার কারণে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে আগামী ৫ বছরের জন্য কালোতালিকাভুক্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এই শিক্ষকেরা বোর্ডের অধীনে আগামী পাঁচ বছরে অনুষ্ঠিতব্য কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক অথবা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ কালোতালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রুত ই-এফটি থেকে বাদ দিয়ে বোর্ডকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন৩৭৮টি কলেজ-মাদ্রাসায় ভর্তির জন্য শিক্ষার্থী পায়নি, আবেদনে শীর্ষে আনন্দমোহন কলেজ।২১ আগস্ট ২০২৫ তালিকায় পর্যালোচনা করা শাস্তিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার শিক্ষক রয়েছেন।
বিষয়ভিত্তিক হিসেবে দেখা যায়, সবচেয়ে বেশি শিক্ষক কালোতালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে। এছাড়াও বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে মূল্যায়নে ত্রুটি বিচরণের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।শিক্ষকদের মধ্যে কেউ সহকারী শিক্ষক, আবার অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ। আরও পড়ুনশিক্ষা ক্যাডার ছেড়ে ৬ জন কর্মকর্তা যোগ দিলেন প্রশাসন-খাদ্য-কর ক্যাডারে।২২ আগস্ট ২০২৫ শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাতা মূল্যায়নের ক্ষেত্রে দায়িত্ব অবহেলা করলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়।
তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে এই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে যেকোনো পরীক্ষায় খাতা মূল্যায়নে অবহেলা ধরা পড়লে একইভাবে শাস্তি দেওয়া হবে। *তালিকা দেখুনএখানে আরও পড়ুনবার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা, ফরম পূরণ ১ মাস।২০ আগস্ট ২০২৫।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি তথ্য