Published : 07 Sep 2025, 05:06 PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষ পরীক্ষা Examination Management System (EMS) সফটওয়্যারের মাধ্যমে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হবে। এই পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ প্রকাশ করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য—১. সকল কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অধ্যক্ষের সিল ও স্বাক্ষর দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে।২. প্রবেশপত্র বিতরণের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডের ছবি মিলিয়ে দেখতে হবে এবং রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর সঠিক আছে কিনা, তা যাচাই করতে হবে। আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়তে খরচ কত০৬ সেপ্টেম্বর ২০২৫ প্রবেশপত্রে ভুল থাকলে—যদি কোনো বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না যায় অথবা প্রবেশপত্রে কোনো ভুল ধরা পড়ে, তবে অবশ্যই ১০ সেপ্টেম্বরের মধ্যে অধ্যক্ষের সুপারিশসহ পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করে সংশোধন করে নিতে হবে।
রোল বিবরণী ও হাজিরা শিট—রোল বিবরণী ও হাজিরা শিট Examination Management System (EMS)-এর কলেজ প্যানেল থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা শুরুর তিন দিন আগে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ১. যেকোনো ব্রাউজারের অ্যাড্রেসবারে http://ems.nu.ac.bd/ টাইপ করে Examination Management System (EMS) সফটওয়্যারের ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে।২. হোম পেজের ‘College login (Admin)’ মেনুতে ক্লিক করে কলেজ কোড (XXXX) ও পাসওয়ার্ড (XXXXXX) দিয়ে প্রবেশ করতে হবে। কলেজ প্রোফাইল থেকে পাসওয়ার্ড সংগ্রহ করা যাবে।৩. কলেজ প্যানেল বাঁ পাশের মেনুবার থেকে ‘Admit Card’ মেনুতে ক্লিক করে ‘Select Exam’– এ পরীক্ষার নাম নির্বাচন করে ‘Search’ বাটনে ক্লিক করলে ‘Admit Card By Subject’ টেবিলে প্রবেশপত্র, হাজিরা শিট, রোল বিবরণী শিট পাওয়া যাবে এবং এগুলো ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
৪. এছাড়া কলেজ ইউজারের প্যানেল থেকেও বিষয় অনুযায়ী প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আরও পড়ুনএমআইটিতে বিনামূল্যে অনলাইন কোর্স, শিক্ষার্থী ও পেশাজীবীদের সুযোগ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১. এ এম তানভীর সিদ্দীকি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইএমএস প্রজেক্ট: ০১৭০৩-৭২৫৮১৮,২. মক্তাদিরুল ইসলাম রাজু, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইএমএস প্রজেক্ট: ০১৬০৯-৬০৫৪৯৪।# বিস্তারিত তথ্য জানতেওয়েবসাইট: আরও পড়ুনগুগল স্টুডেন্ট রিসার্চার ইন্টার্নশিপ: বেতনসহ গবেষণার সুযোগ৮ ঘণ্টা আগে।
কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী