Published : 12 Sep 2025, 02:03 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। রাত পেরিয়ে সকাল হলেও ভোট গণনার কাজ অব্যাহত রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, হল সংসদের ভোট গণনা চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ২১টি হল রয়েছে। અત્યાર સુધી ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং বাকি ৭টি হলের ভোট গণনা চলছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী সাংবাদিকদের জানিয়েছিলেন, শুক্রবার বিকাল ৪টার মধ্যে ভোট গণনা শেষ হতে পারে। গতকাল রাত সোয়া ১০টার দিকে হাতেকলমে ভোট গণনা শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপন করা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখানো হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, একসাথে দুটি টেবিলে ভোট গণনার কাজ চলছে।
ভোরে কয়েকটি হলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে ভোট গণনা বন্ধ ছিল। তবে যেসব হলের এজেন্টরা উপস্থিত ছিলেন, সেসব হলে ভোট গণনা অব্যাহত ছিল। এদিকে, ভোট গণনা দ্রুত শেষ করার জন্য নির্বাচন কমিশন আরো টেবিল যুক্ত করার পরিকল্পনা করছে।।
জাকসু নির্বাচন: ১৭ হলের ভোট গণনা শেষ, ৫ হলের অনানুষ্ঠানিক ফল প্রকাশ