Published : 12 Sep 2025, 04:03 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ২১টি হলের মধ্যে ১৭টির ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ৫টি হলের সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদের অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত অনানুষ্ঠানিক ফলাফলে মীর মশাররফ হোসেন হলে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব (১৯১ ভোট), জিএস শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট) এবং এজিএস আরাফাত (১৭৯ ভোট)।
জুবায়ের শাবাব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। শহীদ সালাম-বরকত হলে ভিপি নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের মারুফ এবং জিএস হয়েছেন মাসুদ রানা। ১০ নম্বর ছাত্র হল (সাবেক মুজিব হল)-এ ভিপি হয়েছেন আসিফ মিয়া, জিএস মেহেদি হাসান এবং এজিএস নাদিম মাহমুদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম, জিএস আলী আহমদ এবং এজিএস লাবিব।
আ ফ ম কামালউদ্দিন হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী জি এম রায়হান কবীর।।
কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী