Published : 12 Sep 2025, 12:02 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে (জাকসু) ভোট গণনার দায়িত্ব পালন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। তিনি প্রীতিলতা হলের রিটার্নিং ও পোলিং অফিসার ছিলেন।
জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় ওঠার সাথে সাথেই তিনি করিডোরে পড়ে যান। প্রায় দশ মিনিট পর একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে, "আজ সকালে একজন রোগীকে মৃত অবস্থায় আনা হয়েছিল।"।
জাকসু নির্বাচন: ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও ভোট গণনা এখনো শেষ হয়নি