Published : 21 Aug 2025, 04:02 PM
অ্যাপল সতর্ক করেছে যে পুরনো iOS অপারেটিং সিস্টেম ব্যবহারকারী আইফোন ব্যবহারকারীরা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন, কারণ পুরোনো সংস্করণে নিরাপত্তাত্রুটি রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরোনো সংস্করণের সব iOS-এ ‘সিভিই-২০২৫-৪৩৩০০’ নামের একটি ‘জিরো ডে’ দুর্বলতা পাওয়া গেছে। এই দুর্বলতা সমাধানের জন্য iOS ১৮.৬.২ উন্মুক্ত করা হয়েছে। পুরোনো সংস্করণে দুর্বলতা থাকার কারণে সাইবার হামলা থেকে বাঁচতে দ্রুত iOS হালনাগাদ করা জরুরি।
অ্যাপলের তথ্য অনুযায়ী, ইমেজ আই/ও ফ্রেমওয়ার্কে থাকা জিরো ডে দুর্বলতা ব্যবহার করে জটিল ও সুনির্দিষ্ট সাইবার হামলা চালানো যেতে পারে। সাইবার অপরাধীরা বিশেষভাবে তৈরি ফাইল ব্যবহার করে প্রোগ্রামের মেমোরির বাইরে ডেটা লিখতে বাধ্য করতে পারে, যার ফলে প্রোগ্রাম বন্ধ হয়ে যেতে পারে, ডেটা বিকৃত হতে পারে, এমনকি দূর থেকে আইফোন নিয়ন্ত্রণ নেওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জানিয়েছে, এই দুর্বলতা ব্যবহার করে এরই মধ্যে সাইবার হামলা হয়েছে। আইফোন এক্সএস থেকে শুরু করে পরবর্তী সব মডেলের ব্যবহারকারীরা এই ঝুঁকির মধ্যে রয়েছেন।
তাই, সবার উচিত দ্রুত iOS-এর হালনাগাদ সংস্করণ ব্যবহার করা। প্রসঙ্গত, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত অ্যাপল iOS-এর ছয়টি জিরো-ডে দুর্বলতা সমাধান করেছে। জানুয়ারিতে (সিভিই-২০২৫-২৪০৮৫), ফেব্রুয়ারিতে (সিভিই-২০২৫-২৪২০০), মার্চে (সিভিই-২০২৫-২৪২০১) এবং এপ্রিলে দুটি (সিভিই-২০২৫-৩১২০০ ও সিভিই-২০২৫-৩১২০১) ত্রুটির সমাধান করা হয়েছে। সূত্র: ব্লিপিং কম্পিউটার।
কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী