Published : 21 Aug 2025, 05:01 AM
জাপানের ফুকুশিমায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ সরানোর জন্য দেশটির প্রযুক্তিবিদরা রোবট পাঠিয়েছেন। বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টেপকোর (টেপকো)-এর একজন মুখপাত্র জানান, গত মঙ্গলবার তাঁরা ক্ষতিগ্রস্ত একটি রিঅ্যাক্টর ভবনে বিকিরণের মাত্রা মাপার জন্য দুটি রোবট ‘স্পট’ ও ‘প্যাকবট’ পাঠিয়েছেন। রোবট দুটিতে বিকিরণের মাত্রা মাপার যন্ত্র ডোজিমিটার রয়েছে।
এর মধ্যে কুকুরের মতো দেখতে ‘স্পট’-এ একটি ক্যামেরা লাগানো আছে। টেপকো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই তদন্তের ফলাফল ধ্বংসাবশেষ অপসারণের পদ্ধতি নির্ধারণে সাহায্য করবে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে ও অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় মাসখানেক ধরে এই জরিপ চলবে।
বিশেষ সরঞ্জাম ব্যবহার করে পরীক্ষামূলক প্রকল্পের অধীনে এখন পর্যন্ত অল্প পরিমাণে তেজস্ক্রিয় পদার্থের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে অপসারণের কাজ এখনও শুরু হয়নি।।
কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী