Published : 20 Aug 2025, 08:02 AM
অ্যান্ড্রয়েড ফোনে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি ব্যবহার করে গোপনে অর্থ চুরি করছে সাইবার অপরাধীরা। ফ্যানটম কার্ড নামের ট্রোজান ম্যালওয়্যারের মাধ্যমে পরিচালিত এই সাইবার হামলা প্রথমে ব্রাজিলের ব্যাংক গ্রাহকদের লক্ষ্য করে চালানো হলেও সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ফ্যানটম কার্ড ম্যালওয়্যার ছড়ানো হচ্ছে গুগল প্লের মতো দেখতে নকল ওয়েব পেজের মাধ্যমে। এই পেজগুলোতে ‘প্রোটেকসাও কার্তোইস’ নামে একটি নকল অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপটিতে থাকা নকল ইতিবাচক পর্যালোচনার কারণে সহজেই ব্যবহারকারীরা বিভ্রান্ত হন। অ্যাপটি ডাউনলোড করার সাথে সাথেই ফোনে ফ্যানটম কার্ড ম্যালওয়্যার প্রবেশ করে।
অ্যাপটি চালু করার পর ব্যবহারকারীদের ফোনের পেছনে ক্রেডিট বা ডেবিট কার্ড রাখতে বলা হয়। কার্ড রাখার পর ফোনের পর্দায় ‘কার্ড শনাক্ত হয়েছে। অথেনটিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্ড কাছে রাখুন’ বার্তা দেখা যায়। আসলে এই সময়ের মধ্যে কার্ডের তথ্য সরাসরি সাইবার অপরাধীদের সার্ভারে পাঠায় ম্যালওয়্যারটি। পরে ব্যবহারকারীর কাছে পিন কোড চাইলে নিজেরাই সেটি দিয়ে অর্থ চুরি করে সাইবার অপরাধীরা। ফ্যানটম কার্ড ম্যালওয়্যার মূলত ভুক্তভোগীর ক্রেডিট বা ডেবিট কার্ড, পস (পিওএস) মেশিন অথবা এটিএমের মধ্যে সরাসরি সংযোগ তৈরির মাধ্যমে অর্থ চুরি করে।
নেদারল্যান্ডসভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান থ্রেটফেব্রিক জানিয়েছে, ব্রাজিলের পরিচিত সাইবার অপরাধী গোওয়ানআনো এই সাইবার হামলার সাথে জড়িত। তবে এনএফসি–ভিত্তিক প্রতারণায় শুধু ফ্যানটম কার্ড নয়, আরো কয়েকটি সরঞ্জামের মাধ্যমে করা হয়ে থাকে, যাদের মধ্যে সুপারকার্ড এক্স ও কিংএনএফসি অন্যতম। সম্প্রতি নিরাপত্তা প্রতিষ্ঠান রিসিকিউরিটি জানিয়েছে, ফিলিপাইনে এনএফসি প্রতারণা দ্রুত বাড়ছে। সাইবার অপরাধীরা এনএফসি–ভিত্তিক সরঞ্জাম ব্যবহার করে চুরি করা কার্ডের তথ্য ক্লোন করছে এবং তা দিয়ে জালিয়াতি লেনদেন করছে। বৈধ পস মেশিন থেকে অর্থ পরিশোধের অনুরোধ আসায় এই লেনদেন সহজে শনাক্ত করা যায় না।সূত্র: দ্য হ্যাকার নিউজ।
কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী