Published : 12 Sep 2025, 06:05 AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর জন্য প্রস্তাবিত নির্বাচনী আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। তবে, প্রশ্ন করার পর্যাপ্ত সময় ও সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে ছাত্রদল ওয়াক আউট করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। সভায় নির্বাচনী প্রচারণায় পরিবহনের ব্যবহার, প্রচারণার সময়সীমা সহ বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশন ও শিক্ষার্থীদের আলোচনা হয়। পর্যাপ্ত সময় না দেওয়া এবং শিক্ষার্থীদের কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগ করেছে ছাত্রদল। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, 'আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আচরণবিধি নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজন করেছে। তবে এখানে আসলে কোনো মতবিনিময় হয়নি।
প্রশাসন আমাদের সময় বেঁধে দিয়েছে- একটি প্রশ্ন করতে হবে এবং সেটি এক মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমরা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি যে প্রশাসন যথেষ্ট সময় নিয়ে শিক্ষার্থীদের মতামত শুনে একটি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখানে তেমনটা ঘটেনি। তাই আমরা এই মতবিনিময় সভা বয়কট করেছি।' এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, 'এটি শেষ মতবিনিময় নয়। আমরা আবার বসব, আবার আলোচনা করব। সেক্ষেত্রে তারা চাইলে তাদের বক্তব্য আমাদের জানাতে পারবে।
অথবা লিখিতভাবে জমা দিতে পারবে। এই মতবিনিময় সভা ছাড়াও আরও অনেকবার তাদের সাথে বসতে আমরা রাজি। আমরা সবকিছু নোট করেছি, তাদের মতামত শুনেছি। আমরা একটি যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছাবো।' মতবিনিময় সভায় উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকীসহ অন্যান্য নির্বাচন কমিশনার, ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।।
কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী