Published : 11 Sep 2025, 08:05 PM
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর ধার্য করা ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরও কমানোর বিষয়ে আলোচনা করতে রবিবার দুই দিনের সফরে ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করে জানান, 'তাদের সফরে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক আরও কমানোর বিষয়ে আলোচনা হবে।' তিনি বলেন, 'ইউএসটিআর-এর প্রতিনিধিদল ১৪ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকা আসবে। বাংলাদেশের উপর ধার্য শুল্কহার আরও কমানোর জন্য তাদের সাথে আলোচনা করা হবে।' এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের উপর আরোপিত রেসিপ্রোকাল ডিউটি ২০% থেকে কমিয়ে ১৫% নির্ধারণের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউএসটিআর কর্মকর্তাদের সাথে আলোচনার ভিত্তিতে একটি বাণিজ্য চুক্তির খসড়া তৈরি করা হয়েছে। নতুন করে আলোচনায় দুই পক্ষ একমত হলে, খসড়ায় প্রয়োজনীয় সংশোধন এনে তা চূড়ান্ত করা হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৭ আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্কহার কমিয়ে ২০% করেছে। তবে দেশটির সাথে এখনো কোনো চুক্তি হয়নি। ঢাকা এই হার আরও কমিয়ে ১৫%-এ নামিয়ে আনার জন্য ওয়াশিংটনের সাথে একটি চুক্তি করতে চায়।
এই কারণে আলোচনার জন্য ইউএসটিআরের কাছে সময় চেয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এই অনুরোধের প্রেক্ষিতে সহকারী ইউএসটিআর ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসছে। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বাণিজ্য নীতি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত। সফরকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পাশাপাশি প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সাথেও বৈঠক করবেন বলে জানা গেছে।।
কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী