Published : 04 Sep 2025, 11:05 PM
ফেডারেল ইনস্যুরেন্স পিএলসি ২০২৪ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। কোম্পানির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কোম্পানির ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ফেডারেল ইনস্যুরেন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।সম্প্রতি ঢাকার আইডিবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ফেডারেল ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান এনামুল হক সভাপতিত্ব করেন। সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্য থেকে আবরারুল হক ও হাসিনা বানু পরিচালক নির্বাচিত হন। বার্ষিক সভা সঞ্চালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন। সভায় কোম্পানির চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘গ্রাহকসেবার মান বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আমরা দেশের বীমা খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চাই।’সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেল ইনস্যুরেন্স জানায়, শেয়ারহোল্ডাররা ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-হামাস যুদ্ধ, দেশের রাজনৈতিক পটপরিবর্তন-পরবর্তী বৈশ্বিক মন্দার প্রভাবেও কোম্পানির পারফরম্যান্স ও ধারাবাহিকভাবে নগদ লভ্যাংশ প্রদান করায় সন্তোষ প্রকাশ করেছেন।
শেয়ারহোল্ডাররা কোম্পানির আর্থিক ফলাফল ও সামগ্রিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। সভায় ফেডারেল ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী; নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল; অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহাফুজুর রহমান; নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন; পরিচালক মোরশেদুল শফি, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, হাসিনা বানু, আবরারুল হক ও জিয়া উদ্দিন; স্বতন্ত্র পরিচালক বেগম আবেদা আকতার; বিকল্প পরিচালক সৈয়দ আমজাদ হোসেন ও রাশেদা বেগম; মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মহিউদ্দিন চৌধুরী এবং সিএফও মাসুদ হোসাইন উপস্থিত ছিলেন।।
কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী