Published : 03 Sep 2025, 03:05 AM
ফিলিস্তিনের গাজা শহরে অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর মন্ত্রীদের সঙ্গে সেনাপ্রধানের তীব্র মতবিরোধ হয়েছে। গত রবিবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এই পরিস্থিতি সৃষ্টি হয়। বৈঠকে ইসরায়েলের মন্ত্রীরা গাজা শহরে অভিযান জোরদার করার জন্য চাপ দেন। তবে সেনাপ্রধান এর বিরোধিতা করে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান। বৈঠকে উপস্থিত অন্তত চারজন মন্ত্রী ও দুইজন সামরিক কর্মকর্তার বরাতে এই তথ্য জানা গেছে। বৈঠকে ইসরায়েলের সেনাপ্রধান বলেন, গাজা শহরে এই মুহূর্তে অভিযান চালালে জিম্মিদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে।
এটি ইতিমধ্যেই চাপে থাকা সেনাবাহিনীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। এর আগেও সেনাপ্রধান ও নেতানিয়াহুর মন্ত্রীদের মধ্যে বেশ কয়েকবার উত্তপ্ত আলোচনা হয়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র ও ইসরায়েলের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ২০শে আগস্ট নেতানিয়াহু দ্রুত গাজা শহর দখলের সময়সূচি তৈরির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরদিনই সেনাবাহিনী সতর্ক করে জানায়, এতে জিম্মিদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে এবং তারা অন্তত দুই মাসের আগে এই অভিযান শুরু করতে পারবে না। সেনাবাহিনীর প্রধান যুক্তি ছিল, গাজায় মানবিক সহায়তার জন্য আরও সময়ের প্রয়োজন। তবে জরিপে দেখা গেছে, রিজার্ভ সেনাসদস্যদের একটি অংশ মন্ত্রিসভার পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট।
তাঁদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁরা বলছেন, গাজা নিয়ে সরকারের কোনো সমন্বিত কৌশল, যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা অথবা সুস্পষ্ট বিজয়ের লক্ষ্য নেই। নাম প্রকাশ না করার শর্তে গত ৭ই অক্টোবর থেকে গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলের একজন রিজার্ভ সেনা বলেন, ‘আমার মনে হয় না আমি এমন কিছু করছি, যা হামাসকে জিম্মিদের মুক্তি দিতে সত্যিকারের চাপ সৃষ্টি করছে।’।
কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী