Published : 30 Aug 2025, 02:53 AM
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। গণ অধিকার পরিষদের অভিযোগ, জাপার কর্মীরা তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। বিপরীতে, জাপার দাবি, গণঅধিকার পরিষদের কর্মীরা তাদের উপর আক্রমণ করে।
পরিস্থিতি শান্ত করতে পুলিশ ও সেনাবাহিনীকে মোতায়েন করা হয়। এই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
।
ডাকসু নির্বাচনে বিজয়ী সেই সানজিদা, বললেন, ‘আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব’