Published : 24 Aug 2025, 02:02 AM
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, যারা পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, তাদের দেশের কোনো এলাকায় নির্বাচিত হওয়ার মতো জনসমর্থন নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচারের অংশ হিসেবে প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।শনিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে কুড়িল-বিশ্বরোড উড়ালসড়ক–সংলগ্ন কুড়াতলি সরকার বাড়ি জামে মসজিদ এলাকায় কর্মসূচি শুরু হয়, যা পরে যমুনা ফিউচার পার্কের সামনে গিয়ে শেষ হয়। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটে নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা না থাকায় তারা সারা দেশের ভোটকে একত্রিত করে সংসদে যেতে চায়। তারা একটি সমন্বিত গড় তৈরি করতে চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না।
জনগণ তখন একজন খারাপ প্রার্থীকে প্রত্যাখ্যান করার সুযোগও পাবে না। এই পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ।’বিএনপির এই নেতা জনগণের কাছে আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দায়িত্ব দিলে, তারেক রহমান এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। অতীতের ফ্যাসিবাদীদের মতো দেশে অপশাসন, দুর্নীতি, গুম ও খুন হবে না। সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো অনুসারীকে বিএনপিতে স্থান দেওয়া হবে না। এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সফল করতে হবে।
চারদিকে ফ্যাসিস্টদের দোসররা ষড়যন্ত্র করছে। তারেক রহমানের নির্দেশে যেকোনো মূল্যে সেই ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন করতে হবে। তারেক রহমানকে জনগণের প্রধানমন্ত্রী করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।কর্মসূচিতে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ভাটারা থানা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন, বিমানবন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক জুলহাস পারভেজ মোল্লা, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূইয়া, খিলক্ষেত থানা বিএনপির সদস্যসচিব সোহরাব খান প্রমুখ উপস্থিত ছিলেন।।
ডাকসু নির্বাচনে বিজয়ী সেই সানজিদা, বললেন, ‘আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব’