Published : 19 Aug 2025, 07:01 PM
পার্বত্য চট্টগ্রামের উদীয়মান চিত্রশিল্পীদের নিয়ে ‘পাহাড়ের প্রতিধ্বনি’ নামের একটি দিনব্যাপী আর্ট ক্যাম্প বুধবার অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুরের কাজীপাড়ার মেট্রোস্টেশন সংলগ্ন সিএইচটি কালিনারিতে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হবে, যেখানে পাহাড়ের ১২ জন শিল্পী অংশ নেবেন। সিএইচটি কালিনারির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আগামীকাল সকাল ১০টায় এই আর্ট ক্যাম্পের উদ্ধোধন করা হবে। পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক ও নিরাপত্তা বিশ্লেষকBrigadier General (অব.) তুষার কান্তি চাকমা উদ্ধোধন করবেন। আগামীকাল যারা আর্ট ক্যাম্পে ছবি আঁকবেন, তাদের মধ্যে জয়তু চাকমা আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, প্রত্যেক শিল্পী অন্তত দুটি করে মোট ২৪টি ছবি আঁকবেন।
ছবিগুলো দর্শনার্থীরা দেখতে পারবেন এবং চাইলে কিনতে পারবেন।।
দুই দাবিতে অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের